Wednesday, August 27, 2025

কখনও এমন দৃশ্য দেখতে হবে তা কেউই ভাবতে পারেননি। অথচ বাস্তবে তেমনই ঘটল। সদ্যোজাতকে মুখে করে নিয়ে হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরালো একটি কুকুর! এই হাড়হিম করা এবং বেনজির ঘটনা ঘটল কর্ণাটকের শিবমোগা জেলার একটি সরকারি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের কাছে একটি নবজাতকের মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা যায় একটি কুকুরকে। ঘটনায় হাসপাতালের অন্যান্য প্রসূতিদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এরকম দৃশ্য দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা। কুকুরটি কোথা থেকে পেল সদ্যোজাতের দেহ তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, শনিবার সকাল ৭টার নাগাদ কুকুরটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় কুকুরটির মুখে মৃত সদ্যোজাতকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তারা কুকুরটিকে তাড়া করেন। সদ্যোজাতকে কোনওভাবে কুকুরের মুখ থেকে উদ্ধার করতে সক্ষম হলেও, বাঁচানো যায়নি।তড়ি্ঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও সদ্যোজাতকে মৃত ঘোষণা করা হয়।। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। একইসঙ্গে পথ কুকুরদের বাড়বাড়ন্ত রুখতেও তৎপর হয়েছে প্রশাসন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।
ময়নাতদন্তের পরই শিশুটির মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সদ্যোজাতটি কার তা জানার জন্য হাসপাতালের প্রসূতিদের রেকর্ড যাচাই করার জন্য আশেপাশের সমস্ত বেসরকারি এবং সরকারি হাসপাতালের নথি খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version