Thursday, November 13, 2025

মর্মান্তি*ক, কর্নাটকে সদ্যো*জাতকে মুখে করে হাসপাতালে ছুটল কুকুর!

Date:

কখনও এমন দৃশ্য দেখতে হবে তা কেউই ভাবতে পারেননি। অথচ বাস্তবে তেমনই ঘটল। সদ্যোজাতকে মুখে করে নিয়ে হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরালো একটি কুকুর! এই হাড়হিম করা এবং বেনজির ঘটনা ঘটল কর্ণাটকের শিবমোগা জেলার একটি সরকারি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের কাছে একটি নবজাতকের মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা যায় একটি কুকুরকে। ঘটনায় হাসপাতালের অন্যান্য প্রসূতিদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এরকম দৃশ্য দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা। কুকুরটি কোথা থেকে পেল সদ্যোজাতের দেহ তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, শনিবার সকাল ৭টার নাগাদ কুকুরটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় কুকুরটির মুখে মৃত সদ্যোজাতকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তারা কুকুরটিকে তাড়া করেন। সদ্যোজাতকে কোনওভাবে কুকুরের মুখ থেকে উদ্ধার করতে সক্ষম হলেও, বাঁচানো যায়নি।তড়ি্ঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও সদ্যোজাতকে মৃত ঘোষণা করা হয়।। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। একইসঙ্গে পথ কুকুরদের বাড়বাড়ন্ত রুখতেও তৎপর হয়েছে প্রশাসন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।
ময়নাতদন্তের পরই শিশুটির মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সদ্যোজাতটি কার তা জানার জন্য হাসপাতালের প্রসূতিদের রেকর্ড যাচাই করার জন্য আশেপাশের সমস্ত বেসরকারি এবং সরকারি হাসপাতালের নথি খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version