দলকে সমর্থন করতে মাঠে হাজির পন্থ

দিল্লি ক‍্যাপিটালসের কোচ রিকি পন্টিং-সহ দলের সদস্যরা চেয়েছিলেন ঘরের ম্যাচগুলিতে মাঠে থাকুন পন্থ।

অবশেষে মাঠে এলেন তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে দলকে সমর্থন করতে মাঠে এলেন ঋষভ পন্থ। আজ আইপিএল-এ প্রথম ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নেমেছে দিল্লি ক‍্যাপিটালস। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। আর সেই ম‍্যাচেই দলকে সমর্থন করতে মাঠে চলে এলেন পন্থ। অরুণ জেটলি স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসেন তিনি। ছবি পোস্ট করেছে দিল্লি কর্তৃপক্ষ।

গত ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পন্থ। যা তাকে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে দিয়েছে। যার ফলে আইপিএল-এ নেই পন্থ। তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপচার করেছেন।

এদিন দেখা যায় খেলা শুরু হওয়ার ২ ওভার পর ভিআইপি বক্সে এসে পৌঁছান ঋষভ পন্থ। পরনে রয়েছে সাদা টি-শার্ট, কালো শর্টস। ডান পায়ের হাঁটুতে নি-ক্যাপ, হাতে রয়েছে ক্রাচ। এক জনের সাহায্যে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে ভারতীয় উইকেটরক্ষক ব‍্যাটারকে। গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম জনসমক্ষে এলেন তিনি। পন্থ স্টেডিয়ামে আসতেই টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে তাঁর ছবি। তাকে স্বাগত জানা দিল্লি বাসি। গর্জে ওঠে অরুণ জেটলি স্টেডিয়াম।

দিল্লি ক‍্যাপিটালসের কোচ রিকি পন্টিং-সহ দলের সদস্যরা চেয়েছিলেন ঘরের ম্যাচগুলিতে মাঠে থাকুন পন্থ। অবশেষে কোচ, সতীর্থদের ডাকে সাড়া দিয়ে এদিন খেলা দেখতে মাঠে চলে এলেন পন্থ।

 

View this post on Instagram

 

A post shared by IPL (@iplt20)

আরও পড়ুন:লাল-হলুদের নতুন কোচ হচ্ছেন সার্জিও লোবেরা : সূত্র


 

Previous articleলাল-হলুদের নতুন কোচ হচ্ছেন সার্জিও লোবেরা : সূত্র
Next articleবুধে গিরিরাজ-অভিষেক সাক্ষাৎ, দ্রুত বকেয়া মেটানোর দাবি জানাবেন তৃণমূল সাংসদ