Friday, August 22, 2025

এবার সুজন ঘনিষ্ঠ CPM নেতার নাম জড়াল চিরকুটে চাকরি কে*লেঙ্কারিতে! তদন্তের দাবি তৃণমূলের

Date:

Share post:

বাম জমানায় চিরকুটে চাকরি কে*লেঙ্কারি যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিপিএমের। আর এই কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি যাঁর নাম উঠে আসছে, তিনি সুজন চক্রবর্তী। প্রথমে সুজনবাবুর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজে সুপারিশের চাকরির ঘটনা সামনে আসে। এরপর সুজনবাবুর প্রয়াত শ্বশুর শান্তিময় ভট্টাচার্য-এর একের পর এক কীর্তি ফাঁস। একসময়কার দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা শান্তিময়বাবু ”বেনামে” দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান থাকার সময় ঘুরপথে নিজের পরিবার থেকে শুরু ঘনিষ্ঠ হল হোলটাইমারদের পরিবারের লোকেদের যেভাবে চাকরি দিয়েছেন তা প্রকাশ্যে এসেছে। সিপিএম জমানায় সুজনবাবুর পরিবারের ১৪ জনের নামের তালিকা ভাইরাল হয়েছে।

এখানেই শেষ নয়। ফের অস্বতিতে সুজন চক্রবর্তী। এবার সুজনবাবুর ঘনিষ্ঠ এক CPM নেতার চিরকুটে চাকরি কেলেঙ্কারির পর্দা ফাঁস! রাজীব বিশ্বাস, কলকাতা পুরসভার ৩৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, বিধানসভা ভোটেও কাস্তে-হাতুড়ি-তারা চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। এবং গোহার হেরেছিলেন। সুজন ঘনিষ্ঠ এহেন রাজীব বিশ্বাসের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনেছে তৃণমূল।

একটি পেপার কাটিং তুলে ধরে তৃণমূলের যুবনেতা তথা মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর অভিযোগ, সুজন চক্রবর্তী ঘনিষ্ঠ রাজীব বিশ্বাস সিপিএম আমলে পরিবারের সকলকে চাকরি পাইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাজীবের বোন পূরবী দে বিশ্বাস মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক ছিলেন, এবং নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি।

বিষয়টি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল মুখপাত্র সুজন ঘনিষ্ঠ রাজীব বিশ্বাসকে নিশানা করে লিখছেন, “শুনলাম রাজীব বিশ্বাস বাগমাড়িতে এসে কিসব ভাষণ দিয়ে গেছে।রাজীব বাবু আস্তে। সবে আপনার বোন গ্রেপ্তার হয়েছে।
এই পূরবী দে বিশ্বাস রাজীব বিশ্বাসের বোন। রাজীব বিশ্বাস কলকাতার ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন,বিধানসভা ভোটেও সিপিএম প্রার্থী ছিলেন। এর বউ অপর্না বিশ্বাস শিক্ষিকা হওড়ায়। রাজীব বিশ্বাসর ভায়রাভাই বিশ্বজিৎ বোস (বিচ্ছু) রেন্ট কন্ট্রোলে চাকরি করেন ২০০৬ সাল থেকে। যিনি নিজেও সিপিএমের LCM ছিলেন। এই পূরবী দে বিশ্বাস, সিপিএম এর সময়ই, DI মুর্শিদাবাদ, সেখানের হাজার হাজার চাকরি কিভাবে? আমরা জানি আপনি সুজনবাবুর কাছের লোক। অপেক্ষা করুন আপনার বাড়ির সামনে সভা হবে।”

তৃণমূল যুবনেতার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজীব বিশ্বাসের পরিবারের লোকেদের সিপিএম আমলে কিভাবে চাকরি হয়েছে, তার তদন্তের দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, “তদন্ত চাই”!

আরও পড়ুন:শক্তিগড় থেকে ট্রেনে বরাকর হয়ে ঝাড়খণ্ডে পালায় আ.ততায়ীরা, রাজু খু.নে ভিনরাজ্য যোগ

 

 

spot_img

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...