শান্তিতে উৎসব পালন করুন: হনুমান জয়ন্তী নিয়ে হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

মণীশ কীর্তনিয়া, দিঘা

একদিকে রমজান চলছে। তার মধ্যেই বৃহস্পতিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। এই পরিস্থিতিতে রাজ্যবাসী শান্তিতে উৎসব পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দিঘায় প্রেসক্লাবের (Digha Press Club) উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমখি হয়ে মুখ্যমন্ত্রী ফের বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সবাই শান্তিপূর্ণ ভাবে উৎসব পালন করুন। সারা দেশে শান্তি থাক। বাংলায় শান্তি থাক।“

এদিন সকালেই হনুমান জয়ন্তী পালন নিয়ে রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হনুমান জয়ন্তী পালনে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতেও পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যকে। আধা সামরিক বাহিনী দিয়ে হনুমান জয়ন্তীর মিছিলে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায়কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হাই কোটের্র রায় আমাদের জন্য ভালো হয়েছে। প্রশাসন তার মতো কাজ করতে পারবে। এই রায়কে স্বাগত জানাচ্ছি। আইন আইনের পথে চলবে”

 

Previous articleহনুমান জয়ন্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রকের
Next articleনবতিপর মার্ডকের প্রেম জীবনে ভা*ঙন! পঞ্চম বিয়ে নিয়ে নয়া গুঞ্জন