Monday, August 25, 2025

রাজনীতি নয় টালিগঞ্জের চর্চায় ‘শিবপুর’ (Shibpur)। ইন্দো আমেরিকানা প্রোডাকশনের এই ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মাসখানেকে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগেই প্রযোজকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অভিনেত্রী। দীর্ঘ একমাস ধরে ছবির আমেরিকা নিবাসী প্রযোজক সন্দীপ সরকার-এর (Sandeep Sarkar) হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে। এর জেরে থানায় অভিযোগও দায়ের করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর এবার প্রকাশ্যে আনলেন প্রযোজনা সংস্থার সেই মেইল।

পরম্ব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে স্বস্তিকার সঙ্গে কাজ করেছেন, যদিও এই নিয়ে তাঁর তরফ থেকে কোনও বক্তব্য মেলেনি। অভিনেত্রী জানান, ঠিক কোন ধরনের ভাষায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে, কোন ধরনের ছবি ভাইরাল করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই তথ্য প্রকাশ করতেই এই পদক্ষেপ। স্বস্তিকার অভিযোগ ছিল, ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর সহযোগী রভীশ শর্মা (Raveesh Sharma)নগ্ন ছবি পর্নসাইটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছেন। একজন মহিলার কাছে এটা যথেষ্ট আশঙ্কার কথা। পাশাপাশি একটি মেলে স্বস্তিকার ম্যানেজারের প্রতি অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে বলে স্বস্তিকা আগেই অভিযোগ করেছিলেন। এবার সেই মেইল তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।

প্রযোজকের দাবি অভিনেত্রী বাড়তি টাকা চেয়েছেন। স্বস্তিকার পালটা বলছেন, “আমি চু্ক্তির বাইরে এক টাকা নিইনি।” প্রতিদিন ভোররাতে ‘প্রাণনাশের হুমকি মিলছে’ জানান স্বস্তিকা।রেহাই পাননি অভিনেত্রীর ম্যানেজারও। তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এরপরেই ছবির প্রচার পর্ব থেকে নিজেকে গুটিয়ে নিতে চান স্বস্তিকা। ঘটনার জল কতদূর গড়ায় সেটাই দেখার।

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version