আসানসোলের জেল হেফাজত থেকে অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal) দিল্লি(Delhi) নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। গরু পাচার মামলায় আসানসোল জেলে বন্দী থাকাকালীন কি বাড়তি সুবিধা পেয়েছিলেন অনুব্রত? এর উত্তর জানতেই এবার আসানসোল সংশোধানাগারের সুপার কৃপায়ম নন্দীকে(Kripamoy Nandi) জেরা করতে চলেছে ইডি। বুধবার সকাল পৌনে ১১ টা নাগাদ দিল্লির ইডি ভবনেও পৌছে গিয়েছেন জেল সুপার।

সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর টানা দীর্ঘদিন আসানসোল সংশোধনাগারে ছিলেন অনুব্রত। অভিযোগ সেই সময়ে জেলে থেকেই তিনি নাকি দলের রাশ নিয়ন্ত্রণ করতেন। সেখানে বসেই দিতেন প্রয়োজনীয় নির্দেশ। নিয়ম অনুযায়ী জেলে মোবাইল ব্যবহারের অনুমতি না থাকলেও বহাল তবিয়তে জেলে মোবাইল ব্যবহার করেছেন তিনি। কখনও নাকি আবার সুপারের ফোন থেকেও নাকি প্রয়োজনীয় কথাবার্তা সারতেন। এধরনের একাধিক বিস্ফোরক অভিযোগে জর্জ্জরিত আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী। এই ধরণের বাড়তি সুবিধা দেওয়ায় আর্থিকভাবে কি লাভবান হয়েছিলেন কৃপাময়? নাকি অন্য কোনও সুবিধা পান তিনি? এর উত্তর জানতেই এদিন নিজেদের সদর দফতরে কৃপাময় নন্দীকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।