Thursday, August 28, 2025

চিন্তা ধরাচ্ছে কোভিড। লাফিয়ে বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৫,৩৩৫। বুধবার দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করে গিয়েছিল।আজ তা একলাফে ২০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন:Malaika-Arjun News : বিয়ের কথা স্বীকার বলিউডের ‘মুন্নির, অর্জুনের সঙ্গে মালাবদল কবে!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ থেকে ৪২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ প্রাণ হারাননি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।

২৩ সেপ্টেম্বরের পর ৫ হাজারের নীচে নেমে গিয়েছিল। তার পর থেকে তা কমতে শুরু করে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তা ফের বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। দেশে এখন সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা হয়েছে ২৫ হাজার ৫৮৭ জন।যদিও গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে, রাজধানীতে কোভিড সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। মঙ্গলবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার ছিল ১৫.৬৪ শতাংশ। ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬.৫৪ শতাংশে।যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতি আগে থেকেই সামাল দিতে দিল্লির হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশপাশি ওষুধপত্র এবং অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে।কীভাবে রাজধানীতে কোভিড নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে সমাধান সূত্র খুঁজছে চিকিৎসকমহল।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version