Monday, November 3, 2025

আলিপুরদুয়ারে অভিষেকের জনসভা ঘিরে তুঙ্গে কর্মী সমর্থকদের উন্মাদনা!

Date:

Share post:

শনিবার ৮ এপ্রিল আলিপুরদুয়ারে (Alipurduwar) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা রয়েছে। দুপুর ২টো নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) মুখে অভিষেকের উত্তরবঙ্গের এই সভার দিকে তাকিয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শনিবারের সভার জন্য সেজে উঠেছে মাঠ। সভামঞ্চের পিছনেই রয়েছে অস্থায়ী হেলিপ্যাড। শুক্রবার সেখানে ট্রায়াল রান করা হয়। কলকাতা থেকে চপারে করে সরাসরি আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে উপস্থিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই জনসভাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় কর্মী সমর্থকদের নতুন দায়িত্ব দেবেন নাকি অন্য কোন বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর, তা জানার আগ্রহ আলিপুরদুয়ারবাসীর।

মনে করা হচ্ছে আগামী মাসের শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। রাজ্যের বিরোধীতা শুভেন্দু অধিকারীর মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই যেকোনো মুহূর্তেই নির্বাচন কমিশনের তরফে ভোটের দিন ঘোষণা করা হতে পারে। এই অবস্থায় দলের নেতা-কর্মীদের উৎসাহ দিতে এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার লক্ষ্যে উত্তরবঙ্গে সফরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, আলিপুরদুয়ার (Alipuduwar) থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বলে তৃণমূল সূত্রে খবর। আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের বাবুরহাট খেলার মাঠে তাঁর বিশাল এই জনসভার আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের এই জেলায় বেশি নজর শাসকদলের। যেখানে পদ্মশিবিরের পালে হাওয়া লেগেছিল, সেখানেই তাদের ভিত নড়িয়ে দিয়ে জোড়াফুল ফোটাতে চান অভিষেক। তাঁর সভা ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। এর আগে কোচবিহারের মাথাভাঙার সভা থেকে দলের জেলার নেতাদের একাধিক নির্দেশ দিয়েছিলেন অভিষেক। বিএসএফের গুলিতে নিহত হওয়া রাজবংশী যুবক প্রেমকুমার বর্মণের বাবা-মাকে আচমকা মঞ্চে তুলে এনেছিলেন তিনি। শনিবারে সভাতেও তেমন কোনও ‘অপ্রত্যাশিত ঘটনা’ ঘটে কি না, সে দিকে নজর রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...