Monday, August 25, 2025

জীবিত শিশুকে মৃ*ত বলে ঘোষণা, অভিযোগের আঙুল উঠল ঘাটালের সরকারি হাসপাতালের (Ghatal Division Super Specialty Hospital) দিকে। প্রায় আট ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় থাকার পর শেষকৃত্য করতে গিয়ে দেখা যায় শিশুটি নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসেও অবশ্য শেষরক্ষা হল না। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে মৃত শিশুটির পরিবার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের (Ghatal Division Super Specialty Hospital) বিরুদ্ধে অভিযোগে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা বিজেপির (BJP)। বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে অকারণ রাজনীতি নয়, স্পষ্ট বার্তা শান্তনু সেনের (Shantanu Sen)।

পরিবার সূত্রে জানা যায় শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মনলিশা খাতুন নামে রসকুন্ডুর এক গৃহবধূ। দুপুর দুটো নাগাদ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। যদিও সেই শিশুটি প্রি ম্যাচিওর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গতকাল বিকেল পাঁচটা নাগাদ শিশুটির মৃত্যু হয়েছে বলে জানানো হয় তাঁর পরিবারকে। পরিবারের অভিযোগ , সঠিক ভাবে পরীক্ষা না করেই মৃত স্ট্যাম্প দিয়ে পলিথিন প্লাস্টিকে প্যাকিং করে রাত নটা নাগাদ শিশুটিকে মৃত বলে পরিবারের হাতে তুলে দেন চিকিৎসক। শিশুটির শেষকৃত্যের সময় দেখা যায় বাচ্চাটির শ্বাস চলছে। এরপর হাসপাতালে নিয়ে এসেও কোনও লাভ হয়নি। এরপরেও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে চিকিৎসকের নজিরবিহীন শাস্তির দাবি তুলে সরব হয়েছেন শিশুটির পরিবার। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ” এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। মৃত্যুর পর অনেক ক্ষেত্রেই দেখা গেছে পেশি সঞ্চালন জনিত বিভ্রাটে নড়াচড়া লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সেই রকম কিছু হয়েছিল কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট না আসা পর্যন্ত মন্তব্য করা অনুচিত। ”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version