মহার্ঘ ভাতার দাবিতে দিল্লির যন্তর মন্তরে গিয়ে ধর্নাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নবান্ন

সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ওই সরকারি কর্মচারীদের একাংশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজধানীতে।

মহার্ঘ ভাতার দাবিতে দিল্লির যন্তর মন্তরে গিয়ে ধর্না দেবেন একদল সরকারি কর্মচারী।যারা এই ধর্না কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে নবান্ন। আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্না দেবেন ৫০০ রাজ্য সরকারি কর্মচারী। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ওই সরকারি কর্মচারীদের একাংশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজধানীতে।

সোম এবং মঙ্গলবার দিল্লিতে ধর্না দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি  জগদীপ ধনকড়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা। রাজ্য সরকার মনে করছে, সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে রাজধানীতে গিয়ে ধর্না দেওয়ার কর্মসূচির নেপথ্যে ইন্ধন রয়েছে বিরোধীদের। তা ছাড়া বার বার ডিএ-র দাবিতে কখনও কর্মবিরতি, কখনও বা প্রশাসনিক ধর্মঘট, কখনও বা রাজ্যের বাইরে গিয়ে ধর্না দেওয়ার কর্মসূচির ফলে সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে।অথচ রাজ্যের হাজার হাজার কোটি টাকা বকেয়া কেন কেন্দ্র দিচ্ছে না সে বিষয়ে আন্দোলনকারীদের মুখে কোনও কথা নেই। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দিকেই এগোচ্ছে নবান্ন।

সরকারি কর্মচারীরা যখনই ডিএ-র দাবিতে কর্মবিরতি কিংবা প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন, তখনই পাল্টা কড়া ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে নবান্ন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছে প্রশাসনের একাংশ। ডিএ-র দাবিতে গত ২১ এবং ২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে দু’দিনের কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মীরা। ডিএ-র দাবিতে গত ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘট পালন করেছেন তারা।

 

Previous articleকো*ভিড সং*ক্রমিত গর্ভবতী মহিলার সন্তানের মস্তিষ্কে ক্ষ*তি, প্রকাশ্যে চা*ঞ্চল্যকর রিপোর্ট!
Next articleঅসুস্থ হার্দিক, কলকাতার বিরুদ্ধে গুজরাতের নেতৃত্বে রশিদ খান