Thursday, December 18, 2025

আজ আইপিএল-এ নামছে কেকেআর, প্রতিপক্ষ গুজরাত

Date:

Share post:

আজ আইপিএল-এর তৃতীয় ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বিকেলে নীতীশ রানাদের সামনে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। পরপর দু’ম‍্যাচ জিতে ভালো জায়গায় হার্দিকরা। ওপরদিকে শেষ ম‍্যাচে আরসিবির বিরুদ্ধে দুরন্ত জয় পায় কেকেআর। তাই তারা চাইবে গুজরাতের বিরুদ্ধে সেই জয়ের ধারা বজায় রাখতে।

মোতেরায় রবিবার একম্যাচে চারজন রিস্ট স্পিনারকে খেলতে দেখা যাবে। এখন প্রশ্ন হল, উইকেট থেকে কতটা টার্ন পাবেন তাঁরা।আহমেদাবাদে এখন প্রচণ্ড গরম। তার উপর গুজরাত-কেকেআর বিকেলের ম্যাচ। রোদ্দুরে উইকেট যত শুকোবে, তত সুবিধা স্পিনারদের। সুতরাং নারিন, বরুণ, সুয়াস, রশিদরা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবেন। তবে মহম্মদ শামি যে ফর্মে আছেন, তাতে কেকেআর টপ অর্ডার কতটা স্বস্তিতে থাকে, সেটাও প্রশ্ন। বিশেষ করে মনদীপরা যখন প্রথম দুই ম্যাচে ব্যর্থ। হোম ম্যাচে গুজরাত টাইটান্স একটু হলেও এগিয়ে। হোম কন্ডিশন কাজে লাগানোর ক্ষেত্রে হার্দিকের দল এখনও পর্যন্ত মুন্সিয়ানা দেখিয়েছে। তাঁরা পরপর দুটি ম্যাচ জিতে ভাল জায়গায়। কেকেআর দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। একটিতে হার। তবে বৃহস্পতিবার ইডেনে আরসিবিকে ৮১ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।রবিবারের ম্যাচের আগে যা নাইট শিবিরকে লড়াইয়ের অক্সিজেন জোগাচ্ছে। সেই ম্যাচে কেকেআরের তিন স্পিনার সব উইকেট ভাগ করে নিয়েছেন। বরুণ চারটি উইকেট নিয়েছেন। তিনটি করে উইকেটপ্রাপ্তি ঘটেছে নারিন ও অভিষেক ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা সুয়াসের।

কেকেআরের বাকি দুই রিস্ট স্পিনারকে যতটা উইকেটের উপর ভরসা করতে হয়, সুয়াসকে ততটা করতে হয় না। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, হাওয়ায় খুব দ্রুত আসে এই তরুণের বল। ব্যাটাররা বুঝে উঠতে পারেন না। ফলে মোতেরায় উইকেটের দিকে তাকাতে হবে না তাঁকে। প্রশ্ন হল, শুভমন গিলের সামনে নাইটদের স্পিন অস্ত্র কতটা কাজ করবে। ঋদ্ধিমান সাহা শুক্রবার বলেছেন, তাঁদের তরুণ ওপেনার জীবনের সেরা ফর্মে রয়েছেন। যাঁর সঙ্গে ইনিংস শুরু করতে নেমে অনেক সুবিধা পাচ্ছেন। স্ট্রোক নিতে পারছেন। অধিনায়ক হার্দিক এখনও বড় কিছু করতে পারেননি। তবে ডেভিড মিলার দরকারের সময় দাঁড়িয়ে যাচ্ছেন। ঠিক যেভাবে আগের দুটি ম্যাচে রশিদ বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। নাইটদের জন্য রাসেলের রান না পাওয়া একটা সমস্যা।পাঞ্জাব ম্যাচে তাও ৩৫ রান করেছেন। কিন্তু ইডেনে তিনি আউট হয়েছেন প্রথম বলে। তবু কেকেআর ২০৪ রান তুলতে পেরেছিল গুরবাজ, শার্দূল ও রিঙ্কুর জন্য। নাইটদের টপ অর্ডার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে। ওপেনার গুরবাজ এর মধ্যেও হাফ সেঞ্চুরি করেছেন। পরে ১০৩ রানের পার্টনারশিপ খেলে ছবিটা বদলে দেন রিঙ্কু ও শার্দুল। নাইটদের জন্য এমনই পার্টনারশিপ দরকার রবিবারের ম্যাচে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...