বি.তর্কিত মন্তব্যের জের, সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নওশাদের

বিতর্কিত মন্তব্যের অভিযোগ এবার সওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে মানহানির মামলা করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ব্যাঙ্কশাল কোর্টে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মামলা দায়ের করেন ভাঙড়ের বিধায়ক। নওশাদের অভিযোগ, জেলে থাকাকালীন তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক সওকত।

মামলা দায়ের করে বেরিয়ে ব্যাঙ্কশাল কোর্টে চত্বরে নওশাদ সিদ্দিকি বলেন, “আমি নাকি পেশাদার জঙ্গি। আমার কাছে কাশ্মীর, পাকিস্তান থেকে নাকি টাকা আসে। এককথায় সওকত মোল্লা সাবেব আমাকে দেশদ্রোহী, দেশে অস্থির পরিবেশ তৈরি করছি বলে বলতে চেয়েছেন। আমি জেলে থাকাকালীন এসব মারাত্মক কথা উনি বলেছিলেন। তাই ভাষাগত আক্রমণের জবাব ভাষায় না দিয়ে আইনের দ্বারস্থ হয়েছি।“ নওশাদের দাবি, যেসব কথা সওকত বলেছেন, তা কোর্টে প্রমাণ করুন। “আইন অনুযায়ী মানহানির যে শাস্তি সেটা ওনাকে পেতেই হবে।“ বলে মন্তব্য করেন আইএসএফ বিধায়ক।

আরও পড়ুন- আগামী ৭২ ঘণ্টার জন্য বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্রের

Previous articleআগামী ৭২ ঘণ্টার জন্য বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্রের
Next article‘রাজ্যে অ.শান্তি ছড়িয়ে উন্নয়ন আটকে দেওয়ার চেষ্টা’! বিজেপিকে কড়া আ.ক্রমণ শশী পাঁজার