Sunday, November 16, 2025

রিয়াল মাদ্রিদকে হারানো ছাড়া অন্য কোনও উপায় নেই ল্যাম্পার্ডের কাছে!

Date:

এখনও এক সপ্তাহও হয়নি চেলসির দায়িত্ব নিয়ে ফিরে এসেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর ফিরে এসেই আজ বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে চেলসি। বর্তমানে রিয়াল যে তাঁর দলের থেকে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে সে কথাও মেনে নিয়েছেন চেলসি কোচ। তবুও তাঁর যুক্তি এই আন্ডারডগ ভাবাটাই চেলসির কাছে আশীর্বাদ হতে পারে।

করিম বেঞ্জামাদের মুখোমুখি হওয়ার কিছুদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে হারতে হয়েছে উলভসের কাছে। তেমনি রিয়াল মাদ্রিদও লা লিগার ম্যাচে হার স্বীকার করেছে ভিয়ারিয়াল-এর কাছে। এই ঘটনা অতীত হলেও চেলসির অভ্যন্তরীণ অবস্থা এখন টালমাটাল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ ক্লাবটির এখন মূল লক্ষ্য হচ্ছে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখা। আর সেই কারণে, বুধবারের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানো ছাড়া অন্য কোনও উপায় নেই।

তবে ল্যাম্পার্ডের স্টার্মফোর্ড ব্রিজে ফিরে আসাটা একেবারেই সুখকর হয়নি। দায়িত্ব নিয়েই তাঁকে হারের মুখ দেখতে হয়েছে উলভসের কাছে। যা নিয়ে মুখে কিছু না বললেও কিছুটা বিব্রত চেলসির বেশ কিছু কর্মকর্তা থেকে শুরু করে ফুটবলার পর্যন্ত। অনেকে আবার ভিন্ন মতও পোষণ করেছেন। তাঁদের মতে, গ্রাহাম পর্টারকে বিদায়ের পর চেলসির কাছে ভালো কোনও কোচের সন্ধান ছিল না। তাই অগত্যা বাধ্য হয়েই ল্যাম্পার্ডকে ফিরিয়ে আনতে হয়েছে।

ল্যাম্পার্ডের মতে, প্রিমিয়ার লিগ কঠিন চ্যালেঞ্জ এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। তবুও বলছি ওই টুর্নামেন্টে এখন আমরা যে জায়গায় রয়েছি সেটা আমাদের পক্ষে একেবারেই বেমানান।চেলসির কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, বুধবার ম্যাচে চেলসি নয়, রিয়াল মাদ্রিদই ফেবারিট।

 

 

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version