Monday, August 25, 2025

হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে অ.গ্নিগর্ভ ওড়িশা! জ.খম ১০ পুলিশকর্মী

Date:

Share post:

বাংলা, বিহারের পর হনুমান জয়ন্তীতে শোভাযাত্রাকে কেন্দ্র করে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ওড়িশার সম্বলপুর জেলা।পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ।এমনকি জখম হন অন্তত ১০ পুলিশকর্মী।এখনও থমথমে গোটা এলাকা।এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

দেশের অন্যান্য প্রান্তে হনুমান জয়ন্তী ইতিমধ্যেই উদযাপিত হলেও ওড়িশায় বিষুব সংক্রান্তিতেই উদযাপিত হয় হনুমান জয়ন্তী। বিষুব সংক্রান্তি আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন। অর্থাৎ মাঝে আরও দু’টো দিন বাকি। অথচ বুধবার থেকেই ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে হনুমানজয়ন্তীর মিছিল, শোভাযাত্রা। এমনকী ডিজে সহযোগে বাইক মিছিলও চলছে শহরের অলিতে গলিতে।ওড়িশার সম্বলপুরে তেমনই এক বাইক মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:নেপালে ভ.য়াবহ পথদুর্ঘ.টনায় মৃ.ত্যু চার ভারতীয়, গুরুতর আ.হত ১

সূত্রের খবর, সম্বলপুরের বুদাপাড়া এবং ধানুপল্লি এলাকা দিয়ে হনুমান জয়ন্তীর বাইক মিছিল যাওয়ার সময় বাইক লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায়। বেশ কয়েকটি গাড়ি এবং দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পাথরের আঘাতে অন্তত ১০ জন পুলিশকর্মী জখম হন বলে খবর। এঁদের মধ্যে দু’জন ইন্সপেক্টর পদমর্যাদার। একজন মহিলা পুলিশকর্মীও আছেন। এখনও গোটা এলাকায় থমথমে পরিবেশ। এমনকী এখনও গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে।

এর আগেও বাংলা,বিহার,মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এবার উত্তেজনা ছড়াল ওড়িশাতেও। তবে মিছিলকে কেন্দ্র করে এই হিংসাত্মক ঘটনা শুধুই কী এক সামান্য ঘটনা নাকি এর পেছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...