Thursday, December 4, 2025

ফের বিপাকে রাহুল! আরও এক মানহানি মামলা দায়ের

Date:

Share post:

‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে সাংসদ পদ খুঁইয়েছেন। এবার আবার ‘সাভারকর ‘ পদবি নিয়ে মন্তব্যের জেরে আবারও বিপাকে পড়তে চলেছেন রাহুল গান্ধী। পুণে আদালতে ওয়েনাড়ের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিনায়ক দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর।

আরও পড়ুন:সম্রাট অশোকের জন্মদিন! বিহারের অত্যুৎসাহ হাস্যকর-ইতিহাস বিরুদ্ধ: মত ইতিহাসবিদদের

সম্প্রতি একাধিক রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতা করার সময় সাভারকারকে নিশানা করার অভিযোগ উঠেছে রাহুলের বিরুদ্ধে। তাঁকে এ-ও বলতে শোনা গিয়েছে, সাভারকার জেল থেকে মুক্তি পেতে ব্রিটিশদের কাছে ‘ক্ষমা চেয়েছিলেন’। লন্ডনে করা মন্তব্য নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমা চাওয়ার দাবিতে এ-ও মন্তব্য করেছিলেন—তিনি গান্ধী, সাভারকার নন। আর গান্ধীরা কখনও ক্ষমা চায় না।তাতেই কি নয়া ঝামেলায় জড়ালেন কংগ্রেস নেতা!

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর সাত্যকি দাবি করেছেন, রাহুল এক জন হিন্দুত্ববাদী মতাদর্শীকে অপমান করেছেন। তিনি বলেন, “রাহুল গান্ধী গত মাসে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে একটি সমাবেশে তিনি মন্তব্য করেন, বীর সাভারকর নাকি তাঁর বইতে ৫-৬ জন বন্ধুকে নিয়ে এক জন মুসলিমকে মারধর করার কথা লিখে রেখে গিয়েছেন। সাভারকর তাঁর সাহিত্যে এমন কোনও ঘটনা লেখেননি। এই মন্তব্য কাল্পনিক এবং অপমানজনক। এই ভিত্তিহীন মন্তব্য আমাদের ভাবাবেগে আঘাত করেছে। তাই মামলা দায়ের করা হয়েছে। যদিও আমি এখনও অভিযোগ নম্বর পাইনি।’’

মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা বিজেপি এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা জোট সম্প্রতি সে রাজ্যের প্রতিটি জেলায় সাভারকরকে নিয়ে গৌরব যাত্রা শুরু করেছে। দেশের প্রতি সাভারকারের অবদানকে সম্মান জানাতে এবং তাঁকে নিয়ে করা রাহুলের সমালোচনার প্রতিবাদ জানাতেই এই গৌরব যাত্রা।
সাভারকারকে নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য রাহুলকে সাবধান করতে দেখা গিয়েছিল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও। কংগ্রেসেরও অনেকে সাভারকার প্রসঙ্গে রাহুলকে কোনও মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন বলেও খবর।

 

 

spot_img

Related articles

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...