বাংলা নববর্ষে দুই সেলিব্রিটি মডেলের রূপসজ্জা সুপারহিট

বাংলা নববর্ষের আগেই নববর্ষের সাজে সেজে উঠেছিলেন দুই সেলিব্রিটি মডেল প্রিয়া মজুমদার এবং কথা ব্যানার্জি। কথা ব্যানার্জি’র রূপসজ্জা শিল্পী ছিলেন  টুম্পা সাহা আর প্রিয়া মজুমদার তার নিজস্বী মেকআপে বাজিমাত করেছেন।

তাদের সাজের মধ্য দিয়ে তারা সবার মন জয় করে নেন। এই মুহূর্তেকে ফ্রেমবন্দি করেছেন  চিত্রগ্রাহক কৌশিক চক্রবর্তী এবং সহযোগী ছিলেন সৌম্য।