প্রথম মোবাইলের মালিক জীবন নয়! অন্যটির খোঁ*জে জেসিবি এনে ফের ত*ল্লাশি শুরু

অবশেষে পুকুরের পাঁকের ভিতর থেকে রবিবার ভোর রাতে উদ্ধার হয়েছে বিধায়কের একটি মোবাইল। যদিও অপরটির হদিস এখনও মেলেনি।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পুকুর থেকে উদ্ধার হওয়া ফোনটি মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহারই। এ বার সিবিআই সূত্রে দাবি, ফোনটি বিধায়কের নয়!

তদন্তকারীদের অনুমান, ফোনটি বিধায়কের নয়, তাঁর স্ত্রীর! এই পরিস্থিতিতে স্বামী-স্ত্রীকে এ বার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবছেন তদন্তকারীরা।
রবিবার বিকেলে অন্য মোবাইলটির খোঁজে জেসিবি এনে আবারও তল্লাশি শুরু হল৷ পুকুরের পাঁকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে বিধায়কের দ্বিতীয় মোবাইল।

প্রথম ফোনটির মতো দ্বিতীয় ফোনটিও হাতে পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার আধিকারিকরা৷ তাঁদের অনুমান, এই মোবাইল ফোনেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির বড় কোনও সূত্র। সেই কারণেই বিধায়ক মোবাইল ফোন দুটিকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন৷ জানা গিয়েছে, গ্রামবাসীরাও এদিন পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টায় হাত লাগান।

 

Previous articleঅ্যাকাডেমির AC বিভ্রাটে বড় সিদ্ধান্ত নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের!
Next articleকাজে এল না ভেঙ্কটেশের ১০৪, মুম্বইয়ের কাছে ৫ উইকেটে হার কেকেআরের