খড়দহে মাও.বাদী পোস্টার ঘিরে চা.ঞ্চল্য!

মঙ্গলবার সকাল থেকে মাও.বাদী পোস্টার ঘিরে চা.ঞ্চল্য! উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) অন্তর্গত খড়দহ থানা (Khardah Police Station) এলাকার মানুষ সকাল থেকেই দেখেন বাজার ও স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে আর তাতে লাল পোস্টারের নিচে লেখা আছে মার্কসবাদী লেনিনবাদী মাও*বাদী সংগঠন । এরপর স্থানীয়দের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে। পরে ব্যারাকপুর কমিশনারের (Barrackpore Commissioner) অন্তর্গত খড়দহ থানা্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্টার গুলি খুলে নিয়ে যায়।

শহরতলীর বুকে মাওবাদী পোস্টার নতুন ঘটনা নয়। খড়দহ (Khardah), সোদপুর(Sodepur) এবং ব্যারাকপুর এলাকায় মাওবাদী (Maoist) সংগঠনের বেশ কিছু নেতা গোপনে কার্যকলাপ চালাচ্ছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। তাহলে কি শহরতলীতে গোপনে ফের নিজেদের সংগঠন বিস্তার করার কথা জানান দিতেই এই পোস্টার ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা? বাড়ছে ধোঁয়াশা। মাওবাদীদের লাল ও অন্যান্য রঙে ছাপানো পোস্টার কে বা কারা দেওয়ালে সাঁটালেন তা নিয়ে তদন্তে পুলিশ।

 

Previous articleবেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫বছর পূর্তি অনুষ্ঠান, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী
Next articleনারদ মামলার FIR থেকে নাম বাদের আর্জি, আদালতে সাংসদ অপরূপা