তাপপ্রবাহে শ্রমিকদের সুরক্ষায় রাজ্যকে একাধিক পদক্ষেপের পরামর্শ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের

তাপপ্রবাহের পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে চিঠি (Letter) পাঠাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক (Union Labour Ministry)। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)কে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শ্রমসচিব আরতি আহুজা (Arati Ahuja)। বেসরকারি সংস্থা ও শিল্পগুলিকেও এবিষয়ে নির্দেশ দিতে রাজ্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

কাজের সময়ের পরিবর্তন, কাজের জায়গায় পর্যাপ্ত পানীয় জলের যোগান বজায় রাখা, আইসপ্যাক-সহ বিভিন্ন সরঞ্জাম মজুত রাখার কথা বলা হয়েছে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে ওই চিঠিতে। নির্মাণ শ্রমিক, ইটভাটার কর্মী ও খনি শ্রমিকদের জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের বিশেষ ব্যবস্থা করতে চিঠিতে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমসচিব।

আরও পড়ুন- মণিপুরে সঙ্কটে বিজেপি: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দলের বিধায়কদের

 

Previous articleমণিপুরে সঙ্কটে বিজেপি: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দলের বিধায়কদের
Next articleখোঁজ মিলল পর্বতারোহী বলজিৎ কৌরের, বেঁচে আছেন তিনি