শ্লী.লতাহানির অভি.যোগ! সিজিও কমপ্লেক্সে অস্থায়ী কর্মীকে গ্রে.ফতার

কেন্দ্রীয় সরকারের মূল দফতরে এরকম একটা ঘটনা নিঃসন্দেহে বড়সড়ো প্রশ্ন তুলেছে। তাহলে কি খোদ কেন্দ্রীয় দফতরেও নারী নিরাপদ নন?

কলকাতায় (Kolkata) কেন্দ্রীয় সরকারের মূল দফতর হিসেবে পরিচিত সিজিও কমপ্লেক্স (CGO complex), আর সেখানেই কিনা শ্লীল.তাহানির মতো মারাত্মক অভিযোগ উঠল এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে! সূত্রের খবর মধুসূদন মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর বিধাননগর থানার (North Bidhannagar Police) পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তির বিরুদ্ধে সিজিও কমপ্লেক্সেরই একজন মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ করেন । তার ভিত্তিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় সরকারের মূল দফতরে এরকম একটা ঘটনা নিঃসন্দেহে বড়সড়ো প্রশ্ন তুলেছে। তাহলে কি খোদ কেন্দ্রীয় দফতরেও নারী নিরাপদ নন? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

Previous articleজল জীবন মিশন প্রকল্পে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত রাজ্যের!
Next articleসিরাজ-হাসারাঙ্গার দূরন্ত বোলিং, ২৪ রানে পাঞ্জাব বধ বেঙ্গালুরুর