Thursday, January 15, 2026

পুর নিয়োগ দুর্নী*তিতে সিবিআই তদ.ন্তের নির্দেশ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের!

Date:

Share post:

শিক্ষার পর এবার পুরসভায় (Municipality) নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নজর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এই বিষয়ে ২৮ এপ্রিল প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে (CBI),স্পষ্ট নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। অয়ন শীলের বাড়ি থেকে যে নথি উদ্ধার করেছে ইডি (ED),সেই সূত্র ধরেই এবার তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। CBI-কে সহযোগিতা করতে ডিজি এবং মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলা সংক্রান্ত শুনানিতে শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন শুনানি চলাকালীন ইডির আইনজীবী জানান, ইতিমধ্যেই পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি তাঁদের হাতে এসেছে। এর আগে ইডি (ED) আধিকারিকদের তরফে দাবি করা হয়েছিল যে, প্রাথমিকে নিয়োগের জন্য অয়ন শীল, কুন্তল ঘোষকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। আর কুন্তলের নির্দেশ মতো প্রায় ২৬ কোটি টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছেছিল বলেও কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়। ইডি আদালতে জানায় শিক্ষা নিয়োগের ক্ষেত্রেই নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগের জন্যও প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা অয়ন নিয়মিত প্রভাবশালীদের কাছে পাঠাতেন। এদিন শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, সাধারণ মানুষ ১০ হাজার টাকা উপার্জনের জন্য কষ্ট করছেন আর অর্পিতা মুখোপাধ্যায়দের কাছে এত টাকা আসে কোথা থেকে ? রাজনৈতিক ব্যক্তিদের একাংশের কাছে কোটি কোটি টাকা কোথা থেকে আসছে তাও জানতে চান জাস্টিস গঙ্গোপাধ্যায়। তবে শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থার প্রশংসা শোনা যায় তাঁর মুখে। পাশাপাশি দুর্নীতির তদন্তে আর কতজন আধিকারিক লাগবে তাও সিবিআই -এর কাছে স্পষ্ট করে জানতে চান বিচারপতি।

 

spot_img

Related articles

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার...