রাজ্যে লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! দৈনিক আক্রান্তের সংখ্যা দেড়শো পার

এক সপ্তাহ আগেও দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ছিল একশোর নীচে। আচমকাই সেই সংখ্যাটি দেড়শো পার করল। চিকিৎসকেরা জানাচ্ছেন, রাজ্যে রোজ কোভিডে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। কয়েক দিনের মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও হাজারের কাছাকাছি পৌঁছেছে।

আরও পড়ুন:লিটনের অভিষেকের রাতে হারল কলকাতা, ৪ উইকেটে দিল্লির প্রথম জয়

চিকিৎসকেরা জানাচ্ছেন, দিনে গড়ে ১০০০ থেকে ১২০০ পরীক্ষা হচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। এটিকে অন্তত ৩-৪ হাজার করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দফতরের। চিকিৎসকেরা জানাচ্ছেন, এখন যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বড় অংশেরই গুরুতর সমস্যা হচ্ছে না। শ্বাসকষ্টের রোগীও সংখ্যায় কম। কিন্তু বয়স্ক ও কোমর্বিডিটিতে আক্রান্তরা কোভিডে সংক্রমিত হলে, তা বিপজ্জনক আকার ধারণ করছে।

এদিকে, ইতিমধ্যেই মাস্ক পরার পাশাপাশি হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং জমায়েত না হওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদফতর। তবে সাধারণ মানুষ যতক্ষণ না সচেতন হচ্ছে, ততক্ষণ কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ার প্রবণতা কম।

 

 

Previous articleলিটনের অভিষেকের রাতে হারল কলকাতা, ৪ উইকেটে দিল্লির প্রথম জয়
Next articleধূপগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি,অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা!