”যারা মামলা করেছে, তাদের শেষ দেখে ছাড়ব”, প্রকাশ্যে হুমকি “চাকরি চোর” বিজেপি নেতার

মেয়ে মৈত্রীকে ঘুরপথে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন, এমনই অভিযোগে নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় অবস্থা, সেই আবহে দাঁড়িয়ে এবার অন্য একটি কেসে মামলাকারীদের প্রকাশ্যে হুমকি দিলেন বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতার হুমকি, ”যারা আমার বিরুদ্ধে কেস করেছে, আমি তাদের শেষ দেখে ছাড়ব।”

যোগ্যদের বঞ্চিত করে মেয়ে মৈত্রীকে ঘুরপথে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন, এমনই অভিযোগে নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে। সম্প্রতি ফের একবার কলকাতায় ভবানী ভবনে এসে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন এই বিজেপি বিধায়ক।

এই প্রসঙ্গেই হুঁশিয়ারি নিলাদ্রী শেখর দানার। তাঁর কথায় ”মেয়ের এইমসে ঠিকাদার সংস্থার চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণ করতে পারলে কথা দিচ্ছি বিজেপির পতাকা ছেড়ে দিয়ে বাড়িতে ঢুকে যাব। যারা আমার বিরুদ্ধে কেস দিয়েছে, তাদের আমি শেষ দেখে ছাড়ব।’ মেয়ের এইমসে চাকরি প্রসঙ্গে এই ভাষাতেই প্রকাশ্য সভা থেকে শাসকদলকে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। উল্লেখ্য, বিজেপি বিধায়কের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ সর্বপ্রথম তুলেছিলেন তাঁর দলেরই একাংশের নেতা-কর্মীরা।

Previous articleপুলিশের সব চেষ্টাকেই বানচাল করে চম্পট দিল রামপুরহাটের ডাকাত দল
Next articleনিয়োগ দুর্নী*তিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ইডির