Friday, November 28, 2025

দ্বিতীয় বিশ্বযু.দ্ধে তলিয়ে গিয়েছিল যু.দ্ধজাহাজ, ৮৪ বছর পর মিলল খোঁজ!

Date:

Share post:

মাঝখানে পেরিয়ে গিয়েছে ৮৪ বছর। কোনও খোঁজখবর মেলেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে (Second World War) হারিয়ে যাওয়া প্রিয়জনের। তবে দেরি করে হলেও অবশেষে মিলল খোঁজ। ১০০০ জনেরও বেশি অস্ট্রেলিয়ান যাত্রী নিয়ে হারিয়ে গিয়েছিল জাপানের (Japan) এক বিশেষ জাহাজ ‘মন্টেভিডিয়ো মারু’ (SS Montevideo Maru)। সেই জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান অবশেষে খুঁজে পাওয়া গেল। শনিবার এই জাহাজের অনুসন্ধানের দায়িত্বে থাকা বিশেষ দল সংবাদমাধ্যকে এমনটাই জানিয়েছে।

জানা গিয়েছে, ১৯৪২ সালের পয়লা ১ জুলাই জাপান থেকে যাত্রা করেছিল মন্টেভিডিয়ো মারু। যাত্রী ছিল মোট ১০৬০ জন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন যুদ্ধবন্দী। তবে যুদ্ধবন্দী ছাড়াও ওই জাহাজে উপস্থিত ছিল অন্যান্য দেশের বেশ কয়েকজন সাধারণ যাত্রীরাও। ঘটনাচক্রে সেখান দিয়ে অতিক্রম করছিল একটি আমেরিকান সাবমেরিন (American Submarine)। সেই সাবমেরিনই ভুলবশত আক্রমণ করে বসে ওই জাহজকে। এর ফলে ডুবে যায় সেই জাপানি জাহাজ। মৃত্যু হয় উপস্থিত সব যাত্রীর। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিটে গেলেও খোঁজ মেলেনি সেই জাহাজের। এর মধ্যেই কেটে গিয়েছে ৮৪ বছর। অবশেষে একটি বিশেষ অনুসন্ধানকারী দলের প্রচেষ্টায় উদ্ধার হল সেই জাহাজ।

সাইলেন্ট ওয়ার্ল্ডের (Silent World) ডাইরেক্টর জন মুলেন সংবাদমাধ্যমকে জানান, মন্টেভিডিয়ো মারুর আবিষ্কারের ফলে একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হল। যেসব পরিবার আজও তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় বসেছিলেন, তাঁরা এবারে শান্তি পাবেন। সাইলেন্টওয়ার্ল্ডই এই জাহাজ খুঁজে বার করার পিছনে মূল কান্ডারী। পাঁচ বছর ধরে এই সংস্থা জাহাজ খুঁজে বার করার বিশেষ মিশনের জন্য নানা পরিকল্পনা করে। সঙ্গ দিয়েছিল গভীর সমুদ্রে নজরদারি চালানোর বিশেষ ডাচ সংস্থা ফাগ্রো ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ। অস্ট্রেলিয়া সরকার সূত্রে খবর, সমুদ্রের ১৩ হাজার ৩২৩ ফুট নীচে জাহাজটি খুঁজে পেয়েছেন গবেষকরা।

 

 

spot_img

Related articles

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...