Monday, August 25, 2025

ভূস্বর্গে ‘পাঠান’! মন্নত ছেড়ে কাশ্মীরেই আস্তানা গড়লেন শাহরুখ

Date:

শ্রীনগরের মাল্টিপ্লেক্সে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছিল সত্যি কাশ্মীরের (Kashmir) কাছে ‘পাঠান’ (Pathan) বরাবর স্পেশাল। কিন্তু সে না হয় গেল সিনেমার কথা, বাস্তবে সিনেমার হিরো কি এতটাই জনপ্রিয় ভূস্বর্গে ? গুলমার্গ থেকে শুরু করে সোনমার্গ, পহেলগাঁও থেকে ডাল লেক সর্বত্রই বাদশা বন্দনা। কারণ কিং শাহরুখ খান (Shahrukh Khan) যে এখন কাশ্মীরে। মুম্বইয়ের মন্নত (Mannat) নয়, আগামী বেশ কিছুদিনের জন্য কাশ্মীরেই থাকছেন শাহরুখ খান (SRK)। কারণটা তাঁর ফ্যানেদের কাছে অবশ্য অজানা নয়। পরিচালক রাজকুমার হিরানির (Rajkumat Hirani) ‘ডাঙ্কি’ (Dunki) ছবির শুটিং করছেন পাঠান খান। আর তাই আপাতত সাদা বরফের চাদরে মোড়া কাশ্মীরের (Kashmir) সঙ্গে নিজের রোমান্টিক স্টাইলে কেমিস্ট্রি গড়তে ব্যস্ত শাহরুখ।

‘পাঠান’ ছবির সাফল্য প্রমাণ করে দিয়েছে ৫৭ বছরেও জনপ্রিয়তা এতোটুকু কমেনি। বরং শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার ডায়লগ অনুযায়ী আরও বেশ কিছু বছর দাপিয়ে ব্যাটিং করতে হবে তাঁকে। প্রায় সাড়ে চার বছর পর কামব্যাক করায় দর্শকরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। শাহরুখও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। এবার ব্যাক টু ব্যাক দুটো ছবির আশায় তাঁর ফ্যানেরা। এই বছরের মাঝামাঝি সময়ে ‘ জওয়ান’ মুক্তি পাওয়ার কথা আছে। তবে ‘ডাঙ্কি’ নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে বাদশা অনুরাগীদের মনে। এই ছবিতে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। সিনে ঘোষণার টিজার থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। আপাতত জোর কদমে চলছে কাশ্মীরে শুটিং। তাপসি পান্নুও (Taapsee Pannu) রয়েছেন সেখানেই। ভূস্বর্গে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এত কাছ থেকে কিং খানকে দেখে আবেগে আপ্লুত তাঁরাও।

 

 

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version