Madhyapradesh: কুনো জাতীয় উদ্যানে ফের চিতার মৃ.ত্যু! 

দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতাটিকে আনা হয়েছিল। উদ্যানে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়।

এক মাসের মধ্যে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) মোট দুটি চিতার মৃত্যুর (Cheetah death) খবর সামনে এল। ২৭ শে মার্চ এই জাতীয় উদ্যানে সাশা নামে একটি চিতার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একমাসের মধ্যে আরও এক চিতা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) । এবারও এক পুরুষ চিতার (Male Cheetah) মৃত্যু হয়েছে বলে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বন বিভাগের মুখ্য পর্যবেক্ষক জে.এস চৌহান (J S Chauhan) জানিয়েছেন।

রবিবার সকালে চিতাটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসা শুরু করা হলেও শেষপর্যন্ত প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি । গতকাল বিকেল নাগাদ চিতাটির মৃত্যু হয় বলেই জাতীয় উদ্যান সূত্রে নিশ্চিত করা হয়েছে । যদিও চিতাটির অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এখন মোট চিতার সংখ্যা দাঁড়ালো ১৮। দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতাটিকে আনা হয়েছিল। উদ্যানে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। এর আগে মার্চ মাসে সাশার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এক মাসের মধ্যে দুটি চিতার মৃত্যু ঘিরে রহস্য এবং উদ্বেগ দুই-ই বাড়ছে। ১৯৫২ সালেই ভারতের মাটি থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর দেশে পুনরায় চিতা ফিরিয়ে আনার লক্ষ্যে দীর্ঘ সাত দশক পর নামিবিয়া থেকে নিয়ে আসা হয় চিতাশাবক। গত বছর ৮টি চিতা আসে। বছর আরও ১২টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয় এবং তাদেরও মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে । তবে জাতীয় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে গত কয়েক মাস ধরে একাধিকবার প্রশ্ন উঠেছে। প্রায়ই কুনো জাতীয় উদ্যান থেকে চিতা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যার ফলে চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এবার এক মাসের মধ্যে দুই চিতার মৃত্যুতে একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে।

 

Previous articleসিবিআই তদন্তের আর্জি! নিয়োগ দু.র্নীতিতে অপরূপার বিরুদ্ধে হাই কোর্টে দায়ের মামলা
Next articleভূস্বর্গে ‘পাঠান’! মন্নত ছেড়ে কাশ্মীরেই আস্তানা গড়লেন শাহরুখ