ম্যাকাউটে অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

এ বার ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে অস্থায়ী ভাবে উপাচার্য হিসাবে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

প্রায় মাস দেড়েক পর উপাচার্য পেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Maulana Abul Kalam Azad University of Technology)। অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে ম্যাকাউটের দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায় (Indranil Mukherjee)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose) তাঁকে অন্তর্বর্তী উপাচার্য পদে নিয়োগ করেছেন বলে জানা যাচ্ছে। এর আগে ম্যাকাউটের (MAKAUT) উপাচার্য ছিলেন সৈকত মৈত্র। তবে আদালতে মামলা এবং রায়ের জেরে তাঁকে পদ থেকে সরে যেতে হয়েছিল। বুধবার থেকেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়।

সূত্রের খবর এর আগে, এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ামকের দায়িত্বও সামলেছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়। আগের উপাচার্য সৈকত মৈত্র মামলার কারণে পদ থেকে সরে যাওয়ার পর গত দেড় ধরে রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। উচ্চশিক্ষা দফতর থেকে নিয়মমাফিক অস্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করে রাজভবনে পাঠানো হয়েছিল বটে, তবে নিয়োগ হয়নি। ম্যাকাউট প্রায় দেড় মাস ধরে উপাচার্যহীন অবস্থায় থাকার ফলে সামগ্রিক পরিচালনা, বিভিন্ন পরীক্ষা ও সেগুলির ফল ঘোষণায় অসুবিধায় পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে। এ বার ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে অস্থায়ী ভাবে উপাচার্য হিসাবে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

 

Previous article“আমি মামলা শুনতে পারব না”! রাহুলের মামলা থেকে আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিচারপতির
Next articleশীর্ষ সরকারি আধিকারিককে গ্রেফতার করবে! কেন্দ্রীয় কমিশনের হু.মকির জবাবে তীব্র আ.ক্রমণ মুখ্যমন্ত্রীর