শীর্ষ সরকারি আধিকারিককে গ্রেফতার করবে! কেন্দ্রীয় কমিশনের হু.মকির জবাবে তীব্র আ.ক্রমণ মুখ্যমন্ত্রীর

রাজ্যে কোন ঘটনা ঘটলেই চলে আসছে কেন্দ্রীয় দল। এমন কী রাজ্যের শীর্ষ আধিকারিকদের গ্রেফতার করার হুমকিও দিচ্ছে তারা। এর প্রতিবাদে বুধবার নবান্নের বৈঠক থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসে  রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের হুমকি দিচ্ছেন। বুধবার বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মহিলা বা শিশু অধিকার সুরক্ষা কমিশন সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্যেই বিভিন্ন অজুহাতে বারবার রাজ্যে আসছে তাঁর অভিযোগ। বিলকিস বানো মামলায় কেন্দ্রীয় কমিশন কেন গুজরাটে গেল না সেই প্রশ্ন তুলেছেন। রাজ্য কমিশনের উপরে কেন্দ্রীয় কমিশন কেন বিশ্বাস রাখতে পারছে না মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটলে কেউ যায় না৷ এখানে কিছু হলেই কমিশনের নামে টিম চলে আসে৷ আমাদের অফিসারদের হুমকি দিচ্ছে৷ বলছে সিএস-কে অ্যারেস্ট করবে! তোমরা কারা? আজ তুমি কমিশন এর সদস্য। কাল তুমি না থাকতেও পারো৷ আপনাদের তো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। একটু ভালো কাজ করুন। কবে তো বলবেন আমার মুন্ডুও কেটে নেবেন!”

রাজ্যকে কিছু না জানিয়ে একতরফা ভাবে এলাকা বৃদ্ধি করে সীমান্ত সুরক্ষা বাহিনী রাজ্যের সীমান্তবর্তী অনেক গ্রামে গিয়ে সাধারন মানুষের উপরে অত্যাচার করছে বলে তিনি আজ অভিযোগ করেন। সীমান্ত দিয়ে গরু পাচারের বিষয়টি দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকলেও রাজ্যকে অকারনে সেই মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন- ম্যাকাউটে অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

 

 

 

 

Previous articleম্যাকাউটে অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের
Next articleফের র.ক্তাক্ত দান্তেওয়াড়া, পুলিশের উপর মা.ওবাদী হা.মলায় মৃত ১১