Friday, December 12, 2025

রায়গঞ্জে বাড়ির উঠোনে বসে চা পান, রাজবংশী পরিবারের সুখ-দুঃখের কথা শুনলেন অভিষেক

Date:

Share post:

কোনও আড়ম্ভর নয়, একেবারে সাদামাটা উঠোনে চেয়ার পেতে বসে বাড়ির লোকেদের সঙ্গে মাটির গ্লাসে চা পান করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে  ‘জনসংযোগ যাত্রা’য় এই মুহূর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন অভিষেক। সোমবার, করণদিঘিতে জনসভার পর তিনি যান রায়গঞ্জে (Raiganj)। পথে নেমে জনসংযোগ যাত্রায় তাঁর সঙ্গে দেখা করতে, হাত মেলাতে রাস্তার দু’ধারে উপচে পড়ে উৎসাহী মানুষের ভিড়। এরই মাঝে স্থানীয় এক রাজবংশী বাড়িতে ঢুকে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে দেখে আপ্লুত গৃহকর্তা থেকে পরিবারের সবাই।

মাটির গ্লাসে মালাই চা, প্লেটে রকমারি স্ন্যাকস দেওয়া হয় অভিষেককে। কুলদেবতাকে প্রণাম করে, বাড়ির প্রবীণ সদস্যার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তৃণমূল সাংসদ। এরপর হালকা মেজাজে কথাবার্তা বলেন বাড়ির সকলের সঙ্গেই। বৃদ্ধা থেকে বালক- সকলের কথা মন দিয়ে শোনেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে মানুষের পছন্দের প্রার্থী বাছাই করতে ঘর পরিবার ছেড়ে রোদ-জল মাথায় নিয়ে দুমাস রাস্তায় থাকছেন অভিষেক। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি কোচবিহার থেকে শুরু হয়ে এদিন এক সপ্তাহ পূর্ণ হল। এখন উত্তর দিনাজপুরে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকালেও জনসভা করেছেন করণদিঘিতে। এরপর রায়গঞ্জে গেরস্থর বাড়িতে ঢুকে চা পান। অতিথি হিসেবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পেয়ে আপ্লুত পরিবার। মাটির গ্লাসে, থালায় চা, ঝুড়িভাজা, নিমকি সাজিয়ে দেন তাঁরা।  দাওয়ায় চেয়ার পেতে বাড়ির সদস্যদের সঙ্গে বসেন অভিষেক। সকলের সঙ্গে কথা বলেন অভিষেক। এর আগে ময়নাগুড়িতেও এক গৃহ শিক্ষকের বাড়িতে পাত পেড়ে ভাত, ডাল, পোস্ত, বোরোলি মাছ, দই দিয়ে মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। আর এদিন রায়গঞ্জে সারলেন চা-পর্ব।


 

spot_img

Related articles

টি২০-তে সূর্য-গিলদের পারফরম্যান্স উদ্বেগজনক, আস্থা অটুট ম্যানেজমেন্টের

কয়েক মাস পরই টি২০ বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে উদ্বেগ এবং আতঙ্ক...

১০ লক্ষ টাকায় মিলবে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ, একমঞ্চে সুনীল-বাইচুংও

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিও মেসি( Lionel Messi)। শুক্রবার মধ্যরাতে কলকাতা...

আজ নবম-দশম ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী। 'যোগ্য'দের মধ্যে কারা পুনরায় চাকরি পাবেন তা চূড়ান্ত হয়ে...

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাঘাযতীনের রামগড় বাজার!

রাতের কলকাতায় পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার (Massive fire broke out in Ramgarh Bazar)! কমপক্ষে ৪০ টি দোকান...