Monday, August 25, 2025

দিনেদুপুরে বজবজের রাস্তায় শু.টআউট! আদালত থেকে ফেরার পথে গু.লিবিদ্ধ সাক্ষী

Date:

দিনেদুপুরে শুটআউটকে (Shootout) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বজবজে (Budge Budge)। পুলিশ সূত্রে খবর, বুধবার আলিপুর আদালত (Alipore Court) থেকে সাক্ষ্য (Witness) দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন এক যুবক। জানা গিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় বাইক থেকে চালানো হয় গুলি। গোটা ঘটনাটি স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে যুবককে গুলিবিদ্ধ অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম শেখ আলতাবউদ্দিন। বুধবার দুপুরে পুরনো একটি মামলায় সাক্ষী দিতেই আলিপুর আদালতে যান তিনি। সেখান থেকে সাক্ষী দিয়ে ট্রেনে করে ফেরেন বজবজে। তারপর বাইকে চেপে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন শেখ আলতাবউদ্দিন। জানা গিয়েছে, তিনি বজবজের বিড়লাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর দু’টো নাগাদ বজবজ থানার কয়লা সড়ক মোড়ে একটি বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে। এরপরই আচমকা আলতাবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে ঠিক কী কারণে এবং কারা ওই যুবকের উপর হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version