কুস্তিগিরদের পাশে এবার হাজার হাজার কৃষক! আটোসাঁটো নিরাপত্তা যন্তরমন্তরে

দিল্লিতে যন্তর মন্তরে ধর্নারত জাতীয় স্তরের কুস্তিগিরদের পাশে এবার হাজার হাজার কৃষক। ইতমধ্যেই উত্তরপ্রদেশ, রাজস্থান,পাঞ্জাবে এবং হরিয়ানার বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে রওনা হয়েছেন হাকার হাজার কৃষক। অশান্তির আশঙ্কায় আগে থেকেই কঠোর নিরাপত্তার চাদরে মুড়েছে রাজধানী।সবমিলিয়ে বলাই যায় আরও খানিকটা চাপ বাড়ল কেন্দ্রের বিজেপি সরকারের। কুস্তিগিরদের সঙ্গে বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সর্বেসর্বা ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে সরব এবার দেশের কৃষকরাও।

আরও পড়ুন:অ.গ্নিগর্ভ মণিপুর!৩ ঘণ্টার জন্য কার্ফু তুলল সরকার]

বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সর্বেসর্বা ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে এখনও অনড় ভারতের সর্বকালের অন্যতম সেরা কুস্তিগিরেরা।বিজেপি সাংসদ ব্রিজভূষণের প্রভাবের নমুনা মিলেছিল দিল্লির পুলিশের এফআইআর নিতে না চাওয়ার মধ্যে দিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআর করলেও এখনও মুক্ত বিজেপি সাংসদ। বিজেপি সাংসদের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে। এমনকি এক নাবালিকা কুস্তিগিরের সঙ্গেও জঘন্য কাজের অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রথম সরব হন দেশের মহিলা কুস্তিগিররা। তাঁরা পাশে পান পুরুষ কুস্তিগিরদেরও। দিল্লির যন্তর মন্তরে শুরু হয় ধর্না, অবস্থান। দিনের পর দিন ধর্ণা চালিয়ে গেলেও কোনও হেলদোল নেই দিল্লি পুলিশের। এবার আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়াল সংযুক্ত কিসান মোর্চা।রবিবারই যন্তর মন্তরে বসছে মহাপঞ্চায়েত। সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের প্রত্যাশা, মহাপঞ্চায়েতের মাধ্যমে তাঁদের প্রতি অবিচারের বৃত্তান্ত ছড়িয়ে পড়বে দেশজুড়ে।


সংযুক্ত কিসান মোর্চা এই ইস্যুকে প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতে দেশ জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) এবং ভারতীয় কিসান ইউনিয়ন কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে অবিলম্বে ব্রিজভূষণকে গ্রেফতারির দাবি তুলেছে। তারা দিল্লি পুলিশকে এক সপ্তাহ সময় দিয়েছেন। তার মধ্যে বিজেপি সাংসদ ব্রিজভূষণকে গ্রেফতার করা না হলে দিল্লি অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাকেশ টিকায়েতরা। রবিবার কৃষক প্রতিনিধিরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদের গ্রেফতারির দাবি জানাবেন।

 

 

Previous articleবিয়েবাড়ি থেকে আর ফেরা হল না বাড়ি!মাঝরাস্তায় বাস উল্টে নি.হত ৫, গুরুতর আ.হত ১৫
Next articleআস্থা নেই পদ্মে!মধ্যপ্রদেশে হাত ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের