Friday, December 5, 2025

মঙ্গলেই সক্রিয় ‘মোকা’, মহানগরীর পারদ চড়বে চল্লিশে!

Date:

Share post:

আগামী মঙ্গলবারই অমঙ্গলের ইঙ্গিত হাওয়া অফিসের কর্তাদের। ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) সম্পূর্ণভাবে তৈরি না হওয়া পর্যন্ত সম্ভাব্য গতিপথ বলা কঠিন কিন্তু আন্দামান-নিকোবরে (Andaman & Nicobar) যে বড় প্রভাব পড়তে চলেছে তার আভাস মিলল। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) সাংবাদিক বৈঠক করে বলেন, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এর প্রভাবে ৮ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিন অর্থাৎ ৯ তারিখ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যা ক্রমশ উত্তরের দিকে এগোবে। এরপর উত্তর আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গিয়ে তা ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে। সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণাবর্তের গভীর প্রভাব পড়বে।

গত দুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ ক্রমশ উর্ধ্বমুখী। আবহাওয়া অফিসের কর্তারা বলছেন এই পরিস্থিতি আগামী তিন চার দিন চলবে। সাগরে ঘূর্ণাবর্ত তৈরীর কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আকর্ষিত হচ্ছে। কলকাতার (Kolkata) তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমানে ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁতে পারে। আন্দামান এবং নিকোবরে মোকার (Cyclone Mocha) সরাসরি প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একইসঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। মৎস্যজীবীদের আগামী ১২ মে পর্যন্ত আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলায় মোকার প্রভাব:

হাওয়া অফিসের কথা অনুযায়ী প্রবল গরমে আপাতত ভুগতে হবে বঙ্গবাসীকে। উত্তরের দিকে হালকা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও সেটা মোটেই স্বস্তিদায়ক হবে না। বাংলার সব জেলায় তাপমাত্রা বাড়লেও এখনই তাপপ্রবাহের সতর্কতা দিতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আলাদা করে বাংলার উপর এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়ার কোনও সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত মোকা সম্পূর্ণভাবে সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত গতিপথ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...