Saturday, December 6, 2025

তিনমাস অন্তর হবে পঞ্চায়েত প্রধানদের কাজের পর্যালোচনা, সাফ জানালেন অভিষেক

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে গত তিনদিন ধরে মুর্শিদাবাদের (Murshidabad) রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার দিনভর বিভিন্ন জায়গায় রোড শো, জনসভা করার পর রাতে বড়েঞায় দলীয় কর্মীদের নিয়ে অধিবেশন করেন তিনি। আর সেখানে স্পষ্ট জানিয়ে দেন, আগামী পঞ্চায়েত ভোটে নির্বাচিত প্রধানদের কাজের পর্যালোচনা হবে তিনমাস অন্তর।

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, একবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে যাওয়া মানেই পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাওয়া নয়। তিনমাস অন্তর তাঁদের কাজের পর্যালোচনা হবে। যদি কোনও প্রধান ঠিকমতো কাজ করতে না পারেন, তাহলে তাঁকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হবে। অভিষেক জানান ইতিমধ্যেই তিনজন পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে প্রধানদের সুসম্পর্ক রাখার পরামর্শ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যেই জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক। সেখানে তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে চাইছেন সাধারণ মানুষ তা জানাতে পারছেন গোপন ব্যালটের মাধ্যমে। অভিষেকের কথায় প্রগতিশীল পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছেন তিনি। বাম জমানা এবং তার আগের কংগ্রেস জমানার পঞ্চায়েত ভোটের কথা স্মরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তথ্য পরিসংখ্যান দিয়ে জানান, ২০০৮ বা তার আগের পঞ্চায়েত নির্বাচনগুলিতে কীভাবে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন মানুষ। সেই পরিস্থিতি বদলে সুষ্ঠুভাবে ভোট করে পঞ্চায়েত করার ডাক দিয়েছেন অভিষেক। আগামী দিনে যিনি কেন্দ্রের জনবিরোধী নীতি, ১০০ দিনের টাকা আটকে রাখার, বাংলাকে বঞ্চিত করার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবেন সেই প্রার্থীকে পঞ্চায়েতে মনোনীত করার বার্তা দেন অভিষেক।

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...