Tuesday, August 26, 2025

ইমরানের গ্রে.ফতারির পর নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও! আমেরিকা ও কানাডাতেও প্রতিবাদ

Date:

মঙ্গলবারই গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে পার্ক আধা সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। তারপর থেকেই বিক্ষোভে কার্যত জেরবার পাকিস্তান। এদিকে, লন্ডনেও পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করে ফেলেছেন ইমরানের সমর্থকেরা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কানাডা, আমেরিকাতেও ‘ক্যাপ্টেন’কে গ্রেফতারির প্রতিবাদ জানানো হচ্ছে।যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

আরও পড়ুন:“রেল স্টেশনে আমার স্যুটকেস বয়ে নিয়ে যেতো”, কলকাতায় দাঁড়িয়ে মোদিকে তোপ সুব্রহ্মণ্যম স্বামীর

আল-কাদির ট্রাস্ট দুর্নীতিকাণ্ডে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরানকে গ্রেফতারির পর থেকেই অশান্ত হয়ে ওঠে পাকিস্তান। পাকিস্তানের প্রায় সবক’টি বড় শহরে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর সমর্থকেরা। পিটিআই সমর্থকেরা হামলা করেন রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে। বিক্ষোভের আঁচ থেকে বাঁচেনি পেশোয়ার, করাচি, লাহোরের সেনা শিবির, ছাউনিও। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করেছে আমেরিকা, ইংল্যান্ড এবং কানাডা।

আমেরিকা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। পাকিস্তানে তাদের যে সমস্ত কূটনীতিকরা আছেন, তাঁদের নিরাপত্তার দিকেও নজর রাখা হচ্ছে। একই ভাবে নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে ইংল্যান্ড এবং কানাডাও।

অন্যদিকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে বসবাসকারী পাকিস্তানিদের একটি অংশ ইমরানকে গ্রেফতারির প্রতিবাদে পথে নেমেছেন। আমেরিকায় সিএনএনের সদর দফতরের সামনে পাক সরকারের ‘গুন্ডামি’র প্রতিবাদ জানানো হয়। কানাডাতেও বিরাট জমায়েত থেকে ইমরানকে মুক্তি দেওয়ার দাবি ওঠে।

ইমরানকে গ্রেফতারি এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহকে রাজনৈতিক কারণে আইনশৃঙ্খলার অবনতি হিসাবেই দেখছে আমেরিকা। তাই আপাতত সে দেশে যাত্রার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি না হলেও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে ইংল্যান্ড ও কানাডাও।

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version