Saturday, November 29, 2025

অ.টিজমের সমস্যাকে ডোন্ট কেয়ার! আধারার বুদ্ধিমত্তার কাছে হার মানলেন আইনস্টাইনও

Date:

Share post:

রয়েছে অটিজমের (Autism) সমস্যা। আর পাঁচজন সাধারণ মানুষের মতো না হলেও সে সবার থেকে একটু হলেও আলাদা। আর মাত্র ১১ বছর বয়সেই জয়জয়কার কিশোরীর। আর এই ছোট বয়সেই স্নাতকোত্তরের পড়াশোনা শেষ করে সে প্রমাণ করে দিয়েছে বুদ্ধিমত্তার দিক থেকে সে অন্য আর পাঁচজনকেও পিছনে ফেলে দিতে পারে। আর বর্তমানে সে তার আইকিউ স্কোর (IQ Score) দিয়ে প্রমাণ করে দিয়েছে ছাপিয়ে গিয়েছে কিংবদন্তি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন (Albert Einstein) এবং স্বনামধন্য পদার্থবিদ স্টিফেন হকিংকেও (Stephen Hawking)! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই অল্প বয়সে তাঁর এই অসামান্য সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে বিশ্ববাসী।

জানা গিয়েছে, বছর এগারোর আধারা পেরেজ স্যানচেজ (Adhara Perez Sanchez) মেক্সিকো সিটির (Mexico City) বাসিন্দা। তার আইকিউ স্কোর-১৬২। যা স্টিফেন হকিংয়ের পাওয়া নম্বর ১৬০ কে ছাপিয়ে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে আইনস্টাইনের আইকিউ ১৬০-এর কাছাকাছি। ফলে সে দিক থেকেও বিচার করতে গেলে অধারা তাঁকেও অতিক্রম করে গিয়েছে। তবে অধারাই প্রথম নয়, এর আগেও আইনস্টাইনের চেয়ে বেশি আইকিউ স্কোর পাওয়ার রেকর্ড রয়েছে অনেকেরই। তবে ছোট থেকেই পড়াশোনায় অসাধারণ আধারা। মাত্র সাত বছর বয়সেই স্কুলের গণ্ডি অতিক্রম করে সে। এরপর মাত্র ১১ বছর বয়সে ‘টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব মেক্সিকো’ থেকে সিস্টেমস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করে সে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আধারার স্পেশ্যালাইজেশনের বিষয় ছিল অঙ্ক। বর্তমানে মেক্সিকান স্পেস এজেন্সির সঙ্গে যুক্ত সে। নতুন প্রজন্মের মধ্যে মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সে। তবে তার অসামান্য কৃতিত্ব থাকা সত্ত্বেও ঠিক মতো কথা বলতে না পারার জন্য র‌্যাগিংয়ের শিকার হতে হয়েছে অধারাকে। এমনটাই জানিয়েছেন তাঁর মা। তবে সেই খারাপ সময় কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছে অধারা। তার লক্ষ্য এখন একটাই, মহাকাশচারী হয়ে মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখছে সে।

 

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...