উৎকর্ষ বাংলার হালহকিকৎ জানতে আজই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পের অগ্রগতি ও বর্তমান অবস্থা নিয়ে জানতে বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, কারগরী শিক্ষা দফতরের সচিব, আধিকারিকরা ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবক যুবতীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

বেকার যুবকদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার গত ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পটি শুরু করেছিল। এখানে বিভিন্ন বিষয়ে বিনামূল্যে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়া বেশ কিছু যুবক যুবতীদের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলবেন। রাজ্যের একাধিক দফতরকে এই উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রধান সচিব অনুপ কুমার আগরওয়াল।

 

 

Previous articleরাতের অন্ধকারে দু.র্ঘটনা! লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল, চরম ভোগান্তি যাত্রীদের
Next articleকম রানে চেন্নাইকে আটকে রেখেও ২৭ রানে হারল দিল্লি