রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, যানজটে বিরক্ত সাধারণ মানুষ

অফিস টাইমে শহরের ব্যস্ত রাস্তায় মিছিলের জেরে স্বাভাবিকভাবেই যান চলাচল অব.রুদ্ধ হয়ে পড়ে।

রাজ্যজুড়ে যখন পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) প্রস্তুতি তুঙ্গে, তখন খাঁচা বন্দি মেধার প্রতীকী ছবি নিয়ে কলকাতার রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Group D Agitation)। শিয়ালদহ থেকে ধর্মতলা (Sealdah to Esplanade) পর্যন্ত মিছিলে ২০১৭ সালের রাজ্য গ্রুপ ডি (Group D) ওয়েটিং চাকরিপ্রার্থীরা খালি পায়ে হাঁটলেন। আন্দোলনকারীরা হাতে প্ল্যাকার্ড দিয়ে স্লোগান দিতে দিতে ধর্মতলার দিকে এগিয়ে যান। যোগ্য মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার আবেদন করেই এই মিছিল বলে জানান আন্দোলনকারীরা।

এদিন মিছিল থেকে আন্দোলনকারীরা বলেন, যাঁরা অযোগ্য তাঁরা আদালতে নির্দেশে চাকরি পেয়ে যাচ্ছেন। অথচ মাসের পর মাস বঞ্চিত হয়ে থাকতে হচ্ছে যোগ্যপ্রার্থীদের। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কেন এখনও চাকরি মিলছে না, এই অভিযোগ তুলেই আজ মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। অফিস টাইমে শহরের ব্যস্ত রাস্তায় মিছিলের জেরে স্বাভাবিকভাবেই যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। গরমের দাবদাহের মাঝে যানজটে আটকে পড়ে স্বভাবতই বিরক্তি প্রকাশ করেন নিত্যযাত্রীরা। পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে ট্রাফিক ব্যবস্থার সচল রাখতে সচেষ্ট হয়।

 

Previous articleবাঁকুড়ায় বিজেপির সভার অনুমতি হাই কোর্টের! শুভেন্দুকে ‘হিরো সাজানো’র চেষ্টা কটাক্ষ কুণালের
Next articleThe Kerala Story নিষিদ্ধ কেন? রাজ্যকে নোটিশ সুপ্রিমকোর্টের