Monday, December 8, 2025

ICSE এবং ISC- র ফলপ্রকাশ, মেধাতালিকায় এগিয়ে মেয়েরা!

Date:

Share post:

প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট। এদিন বেলা ৩টে নাগাদ ফল প্রকাশ করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। ICSE-তে পাশের হার ৯৮.৯৪% এবং ISC-তে পাশের হার ৯৬.৯৩%।শনিবারই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুরেই ফল প্রকাশ করা হবে। cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সেইমতো প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাচ্ছে । এবছর ISC দ্বাদশের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে টপার হয়েছে রিয়া আগরওয়াল। এরপরই রয়েছে ইপ্সিতা ভট্টাচার্য। তিনিও ওই একই নম্বর পেয়েছেন। অন্যদিকে, ICSE দশমের পরীক্ষায় ৯৯.৮০ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় সেরা হয়েছে রুশিল কুমার।

প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই বছর বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যে শিক্ষার্থীরা তাঁদের ফলাফল নিয়ে খুশি নন তাঁরা আগামী ২১ মার্চ পর্যন্ত বোর্ডের ওয়েবসাইট বা স্কুলের মাধ্যমে পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন করতে পারেন বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। ICSE-তে উত্তরে তুলনায় দক্ষিণে পাশের হার সামান্য বেশি।২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। রিভিউ এর জন্য ICSE ছাত্রদের প্রতি পেপারে ১০০০/ করে দিতে হবে এবং ISC ছাত্রদের প্রতি বিষয়ের জন্য ১০০০/ দিতে হবে।

 

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...