ICSE এবং ISC- র ফলপ্রকাশ, মেধাতালিকায় এগিয়ে মেয়েরা!

0
2

প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট। এদিন বেলা ৩টে নাগাদ ফল প্রকাশ করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। ICSE-তে পাশের হার ৯৮.৯৪% এবং ISC-তে পাশের হার ৯৬.৯৩%।শনিবারই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুরেই ফল প্রকাশ করা হবে। cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সেইমতো প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাচ্ছে । এবছর ISC দ্বাদশের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে টপার হয়েছে রিয়া আগরওয়াল। এরপরই রয়েছে ইপ্সিতা ভট্টাচার্য। তিনিও ওই একই নম্বর পেয়েছেন। অন্যদিকে, ICSE দশমের পরীক্ষায় ৯৯.৮০ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় সেরা হয়েছে রুশিল কুমার।

প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই বছর বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যে শিক্ষার্থীরা তাঁদের ফলাফল নিয়ে খুশি নন তাঁরা আগামী ২১ মার্চ পর্যন্ত বোর্ডের ওয়েবসাইট বা স্কুলের মাধ্যমে পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন করতে পারেন বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। ICSE-তে উত্তরে তুলনায় দক্ষিণে পাশের হার সামান্য বেশি।২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। রিভিউ এর জন্য ICSE ছাত্রদের প্রতি পেপারে ১০০০/ করে দিতে হবে এবং ISC ছাত্রদের প্রতি বিষয়ের জন্য ১০০০/ দিতে হবে।