রহস্যজনক ভাবে পথদু*র্ঘটনায় মৃ*ত্যু লেডি সিংহমের

রহস্যজনক ভাবে পথদুর্ঘটনায় মৃত্যু হল অসমের ‘লেডি সিংহম’ জুনমণি রাভার। জুন নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি কন্টেনারকে ধাক্কা মারে তাঁর গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জুনকে মৃত বলে ঘোষণা করেন। জুনের আকস্মিক মৃত্যুকে ষড়যন্ত্র হিসাবে বর্ণনা করেছেন তাঁর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।

আরও পড়ুন:সব জল্পনার অবসান, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-ডেপুটি শিবকুমার, কাল শপথ
অসমে অত্যন্ত জনপ্রিয় জুনমণি। অনেকেই তাঁকে ‘লেডি সিংহম’ বলেও ডাকেন। জনপ্রিয়তার পিছু পিছু রয়েছে একাধিক বিতর্কও। একের পর এক বিতর্কের জেরে সাসপেন্ড হয়ে থাকতে হয়েছিল জুনকে। পরে অবশ্য চাকরিতে বহাল হন তিনি।জুনমণি মোরিকোলোং আউটপোস্টের দায়িত্বে ছিলেন। ক্রিমিনালদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি। বিভিন্ন দুষ্কৃতী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন জুনমণি।
জুনমণির পরিবারের অভিযোগ, এই গাড়ি দুর্ঘটনার পিছনে কোনও এক ক্রিমিনাল চক্রের যোগ রয়েছে। ওই মহিলা পুলিশ অফিসারের এক পিসির অভিযোগ, সোমবার জুনমণির কোয়ার্টারে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা অভিযান চালান এবং ১ লাখ টাকা বাজেয়াপ্ত করেন। যদিও সেই টাকা ছিল জুনমণির মায়ের উপার্জিত অর্থ।
অসমের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানান, সোমবার রাতেই জুনমণির বিরুদ্ধে এফআইআর দায়ের হয় উত্তর লখিমপুর পুলিশ স্টেশনে। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
জুনমণির বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। কর্মজীবনে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। জড়িয়েছেন বিতর্কেও।

 

Previous articleসব জল্পনার অবসান, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-ডেপুটি শিবকুমার, কাল শপথ
Next articleফের নয়া রেকর্ড, এবার মাকালু শৃঙ্গ জয় চন্দননগরের ‘পাহাড়ি কন্যা’ পিয়ালীর