ফের নয়া রেকর্ড, এবার মাকালু শৃঙ্গ জয় চন্দননগরের ‘পাহাড়ি কন্যা’ পিয়ালীর

ফের নতুন রেকর্ড গড়লেন চন্দননগরের বাসিন্দা পর্বতারোহী পিয়ালী বসাক।এবার জয় করলেন মাকালু শৃঙ্গ।এর আগেও একবার লক্ষ্যের খুব কাঠাকাছি পৌঁছেো অসুস্থ বাবার জন্য বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু অভিযান না করেই চন্দননগরে ফিরে এসেছিলেন পিয়ালী। এবার  সেই মাকালু শৃঙ্গ জয় করলেন তিনি।

পিয়ালীর বোন তমালি বসাক জানিয়েছেন, পিয়ালির জন্য আজ পরিবারের গর্বের দিন।বুধবার সকাল ৮ টা নাগাদ পিয়ালী মকালু শৃঙ্গ জয় করেছেন।এই নিয়ে প্রায় ৬টি শৃঙ্গ এর মধ্যে জয় করে ফেলেছে পিয়ালী।যা অত্যন্ত গর্বের।ন’মাস আগেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চন্দননগরের ‘পাহাড়ি কন্যা’।

আর একমাস আগেই পিয়ালি অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছিল।আসলে শৃঙ্গ জয় করা পিয়ালির নেশা।আর সেই নেশার টানেই বারবার বেরিয়ে পড়েন।বুধবার সেই মাকলু শৃঙ্গ জয় করল।পিয়ালি প্রথম ভারতীয় মেয়ে হিসাবে এই শৃঙ্গ জয় করল বলে জানান তমালি।পিয়ালির শৃঙ্গ জয়ের খবর জানার পরেই খুশির হাওয়া চন্দননগরবাসীর মধ্যে।

Previous articleরহস্যজনক ভাবে পথদু*র্ঘটনায় মৃ*ত্যু লেডি সিংহমের
Next articleআদানিদের কারচুপির তদন্তে সেবিকে আর ৩ মাস সময় দিল শীর্ষ আদালত