Tuesday, January 13, 2026

এসির গ্যাস ভরার সময় সেনার গাড়িতে বি.স্ফোরণ! শিলিগুড়িতে জ.খম এক জওয়ান সহ মোট ৪

Date:

Share post:

গ্যারাজে (Garage) গাড়ির কাজ চলাকালীন আচমকাই সেনাবাহিনীর (Army) একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ (Blast)। বুধবার দুপুরে শিলিগুড়ির (Siliguri) গ্যারাজে ওই গাড়িতে এসির গ্যাস (AC Gas) ভরার সময় আচমকা বিস্ফোরণে জখম হলেন চার জন। শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ার ঘটনা। আহতদের (Injured) ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন একটি গ্যারাজে সেনা আধিকারিকের গাড়িটিতে এসির কাজ চলছিল। আর সেইসময় গাড়ির এসিতে গ্যাস ভরার সময় ভয়ানক বিস্ফোরণ হয়। গাড়িটিতে কাজ করছিলেন তিন গ্যারাজ কর্মী। আর বিস্ফোরণের জেরে তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন। বিস্ফোরণে গুরুতর জখম হন চার জন। আহতদের নাম সাহেব বিশ্বাস, সঞ্জয় সরকার এবং চিত্ত বিশ্বাস। দুর্ঘটনায় জখম হয়েছেন এক সেনা কর্মীও। তবে এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর মানিক দে। তিনি জানান, এসির গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটেছে। এই দোকানের মালিককে আগে একাধিক বার বলেছি লোকালয় থেকে দোকান সরানোর জন্য। কিন্তু, তার পরেও এখানেই গ্যারাজ চালাচ্ছে তারা। এখানে সেনার গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট আওয়াজ হয়।

তবে বুধবার জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। গ্যারাজের আশপাশে প্রচুর আবাসন রয়েছে। সকলেই আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত গ্যারেজ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। তবে এদিন দুর্ঘটনার পর দেখা যায় বিস্ফোরণে গাড়িটির যন্ত্রাংশ টুকরো টুকরো হয়ে ছিটকে গিয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সেনাবাহিনীর তরফ থেকেও আলাদাভাবে এই ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

 

 

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...