দুর্ঘট.না কেড়েছে প্রাপ্তবয়স্কদের প্রা.ণ, আমাজনের জঙ্গলে বেঁচে থাকার ল.ড়াই চার শিশুর!

বিমান দুর্ঘটনার (plane crash) ১৭ দিন পেরিয়ে গেছে। বিমানে তিনজন প্রাপ্তবয়স্কেরই মৃত্যু হয়েছে। তারপরও জঙ্গলে বেঁচে রইল চার শিশু (Four Child)। ১৭ দিন ধরে ফলমূল খেয়ে বেঁচে থাকার পর কলম্বিয়ায় আমাজনের জঙ্গল (Amazon Forest in Colombia) থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল তাঁদের।

কথায় বলে ঈশ্বর যদি কাউকে বাঁচিয়ে রাখেন তাহলে তাঁকে মেরে ফেলার ক্ষমতা কারোর নেই। আর শিশুর মধ্যে নাকি ঈশ্বর লুকিয়ে থাকেন। আমাজনের জঙ্গলে যে চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের বয়স যথাক্রমে ১১ মাস ৭ বছর ৯ বছর এবং ১২ বছর। কলম্বিয়ার জঙ্গলে বিমান দুর্ঘটনা হয়। বিমানটিতে চালকসহ সওয়ার ছিলেন।যাদের মধ্যে ৪ জনই শিশু। দুর্ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না কারও। এরপর ১০০ সেনাকর্মী তল্লাশি শুরু করেন । দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ৪ শিশুর খোঁজ মিলল। টুইটারে এই খবর প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Colombian President Gustavo Petro)।

 

 

Previous articleচলতি আইপিএল-এ কেন ব‍্যর্থ দল, কারণ জানালেন দিল্লির হেড কোচ পন্টিং
Next articleআইসিসি র‍্যাঙ্কিং-এ বিরাট পতন, ইতিহাস গড়লেন টেক্টর