আইসিসি একদিনের ব্যাটিং-এর র্যাঙ্কিং বদল। আইসিসি একদিনের ব্যাটিং-এর র্যাঙ্কিং-এ প্রথম দশে ধুকে পড়লেন আয়ারল্যান্ডের তরুণ খেলোয়াড় হ্যারি টেক্টর। বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার পেলেন তিনি। একদিনের ক্রিকেটে আইসিসির র্যাঙ্কিং-এ সাত নম্বরে আইরিশ ব্যাটার। এদিকে র্যাঙ্কিং-এ বিরাট পতন। র্যাঙ্কিং-এ একধাধ নামলেন বিরাট কোহলি।
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে খেলা সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন টেক্টর। এই কারণে একদিনের ব্যাটিং র্যাঙ্কিংয়ে লাফিয়ে অনেকটা উঠে এসেছেন তিনি। চেমসফোর্ডে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪০ রান করেন টেক্টর। ২৩ বছর বয়সি টেক্টর ২০৬ রান করে শীর্ষস্থানীয় রান-স্কোরার হিসাবে সিরিজটি শেষ করেছিলেন।
এদিকে বুধবার প্রকাশিত আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮৮৬ পয়েন্ট পাক অধিনায়কের। দ্বিতীয় স্থানে রয়েছেন ভান ডের ডুসেন। ৭৭৭ পয়েন্ট তাঁর। তৃতীয় স্থানে পাকিস্তানের ফখর জামান। চার নম্বরে সেই দেশের ইমাম উল হক। পাঁচ নম্বরে রয়েছেন ভারতের শুভমন গিল। ষষ্ঠ স্থানে ডেভিড ওয়ার্নার। অষ্টম স্থানে বিরাট কোহলি। দশম স্থানে রোহিত শর্মা।
আরও পড়ুন:চলতি আইপিএল-এ কেন ব্যর্থ দল, কারণ জানালেন দিল্লির হেড কোচ পন্টিং