সামনেই পঞ্চায়েত ভোট। আর মে মাসেই অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার। এই পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশনারের নাম গেল রাজভবনে। সব কিছু ঠিক থাকলে রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা (Rajib Sinha)। নবান্ন সূত্রে খবর, তাঁর নামই চূড়ান্ত করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) কাছে সম্মতির জন্য ফাইল পাঠানো হয়েছে।

২৮ মে অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourav Das)। গত ২৮ মার্চই তাঁর মেয়াদ শেষ হয়েছিল। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই আইনমাফিক রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ ২মাস বাড়ানো হয়। কিন্তু আইন অনুযায়ী তাঁর মেয়াদ বাড়ানোর আর অবকাশ নেই। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণে নতুন কমিশনারের নাম স্থির করে ফেলেছে নবান্ন (Nabanna)। রাজীব সিনহার নাম পাঠানো হয়েছে রাজভবনে। সেখান থেকে চূড়ান্ত হলে, আগামী মাসের শুরুতেই নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেবেন রাজীব। তাঁর অধীনেই পঞ্চায়েত ভোট পরিচালিত হবে। এখন রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রয়েছেন রাজীব সিনহা। নতুন নির্বাচন কমিশনার নিয়োগের পরে পঞ্চায়েত ভোট নিয়ে ঘোষণা হবে বলে মত নবান্নের একাংশের।