Monday, November 10, 2025

বন্ধ বেতন! চরম আশঙ্কায় দিন কাটছে মৎস্য নিগমের চুক্তিকর্মীদের

Date:

কাজ করেও ঠিকমতো মিলছে না টাকা। সেকারণেই জেলায় জেলায় নিযুক্ত মৎস্য দফতরের (Fisheries Corporation) সহস্রাধিক চুক্তিভিত্তিক কর্মীরা (Contractual Worker) দীর্ঘ সাত মাস বেতন পাচ্ছেন না বলে খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দের অর্থ হাতে এসে পৌঁছচ্ছে না নবান্নের (Nabanna)। আর যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে মৎস্য দফতরের বিভিন্ন শাখা সংস্থাতেও। রাজ্যের মৎস্য দফতরের অধীনে রয়েছে মৎস্য উন্নয়ন নিগম। বিভিন্ন জেলায় সেই নিগমের ১৬টি প্রকল্পে মাছ চাষ হয়। রয়েছে অতিথিনিবাসও। সেই সব প্রকল্পে কর্মরত এক হাজারেরও বেশি চুক্তিকর্মী দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ।

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Roychudhury) সাফ জানিয়েছেন, ‘‘অর্থের অভাবে টাকা দিতে পারছি না। কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। রাজ্য সরকার টাকা পেলেই তা মিটিয়ে দেওয়া হবে। তখন কর্মীদের বকেয়া টাকাও শোধ করতে হবে।’’ এদিকে পূর্ব মেদিনীপুরের আলমপুর, দিঘা, শঙ্করপুর, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, পূর্ব বর্ধমানের যমুনাদিঘি সহ একাধিক জায়গায় মাছ চাষের প্রকল্প রয়েছে। তবে ফি বছর নিগমের স্থায়ী কর্মীরা অবসর নিলেও নতুন কোনও নিয়োগ নেই। আর সেকারণে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের অনেকের অনাহারে দিন কাটছে বলে অভিযোগ। তবে মৎস্য নিগম সূত্রের খবর, বহু কর্মী বাস বা অটো ভাড়া, মোটরবাইকের তেল খরচ করে কাজে আসছেন। ওঁদের আশা, সরকার সমস্ত বকেয়া শোধ করে দেবে। নিগম সূত্রের খবর, অতিমারির পাশাপাশি অনিয়মের ধাক্কায় নিগমের আর্থিক অবস্থা খারাপ হয়েছে।

 

 

 

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version