Saturday, November 15, 2025

বন্ধ বেতন! চরম আশঙ্কায় দিন কাটছে মৎস্য নিগমের চুক্তিকর্মীদের

Date:

কাজ করেও ঠিকমতো মিলছে না টাকা। সেকারণেই জেলায় জেলায় নিযুক্ত মৎস্য দফতরের (Fisheries Corporation) সহস্রাধিক চুক্তিভিত্তিক কর্মীরা (Contractual Worker) দীর্ঘ সাত মাস বেতন পাচ্ছেন না বলে খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দের অর্থ হাতে এসে পৌঁছচ্ছে না নবান্নের (Nabanna)। আর যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে মৎস্য দফতরের বিভিন্ন শাখা সংস্থাতেও। রাজ্যের মৎস্য দফতরের অধীনে রয়েছে মৎস্য উন্নয়ন নিগম। বিভিন্ন জেলায় সেই নিগমের ১৬টি প্রকল্পে মাছ চাষ হয়। রয়েছে অতিথিনিবাসও। সেই সব প্রকল্পে কর্মরত এক হাজারেরও বেশি চুক্তিকর্মী দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ।

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Roychudhury) সাফ জানিয়েছেন, ‘‘অর্থের অভাবে টাকা দিতে পারছি না। কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। রাজ্য সরকার টাকা পেলেই তা মিটিয়ে দেওয়া হবে। তখন কর্মীদের বকেয়া টাকাও শোধ করতে হবে।’’ এদিকে পূর্ব মেদিনীপুরের আলমপুর, দিঘা, শঙ্করপুর, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, পূর্ব বর্ধমানের যমুনাদিঘি সহ একাধিক জায়গায় মাছ চাষের প্রকল্প রয়েছে। তবে ফি বছর নিগমের স্থায়ী কর্মীরা অবসর নিলেও নতুন কোনও নিয়োগ নেই। আর সেকারণে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের অনেকের অনাহারে দিন কাটছে বলে অভিযোগ। তবে মৎস্য নিগম সূত্রের খবর, বহু কর্মী বাস বা অটো ভাড়া, মোটরবাইকের তেল খরচ করে কাজে আসছেন। ওঁদের আশা, সরকার সমস্ত বকেয়া শোধ করে দেবে। নিগম সূত্রের খবর, অতিমারির পাশাপাশি অনিয়মের ধাক্কায় নিগমের আর্থিক অবস্থা খারাপ হয়েছে।

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version