Tuesday, August 26, 2025

কাজ করেও ঠিকমতো মিলছে না টাকা। সেকারণেই জেলায় জেলায় নিযুক্ত মৎস্য দফতরের (Fisheries Corporation) সহস্রাধিক চুক্তিভিত্তিক কর্মীরা (Contractual Worker) দীর্ঘ সাত মাস বেতন পাচ্ছেন না বলে খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দের অর্থ হাতে এসে পৌঁছচ্ছে না নবান্নের (Nabanna)। আর যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে মৎস্য দফতরের বিভিন্ন শাখা সংস্থাতেও। রাজ্যের মৎস্য দফতরের অধীনে রয়েছে মৎস্য উন্নয়ন নিগম। বিভিন্ন জেলায় সেই নিগমের ১৬টি প্রকল্পে মাছ চাষ হয়। রয়েছে অতিথিনিবাসও। সেই সব প্রকল্পে কর্মরত এক হাজারেরও বেশি চুক্তিকর্মী দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ।

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Roychudhury) সাফ জানিয়েছেন, ‘‘অর্থের অভাবে টাকা দিতে পারছি না। কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। রাজ্য সরকার টাকা পেলেই তা মিটিয়ে দেওয়া হবে। তখন কর্মীদের বকেয়া টাকাও শোধ করতে হবে।’’ এদিকে পূর্ব মেদিনীপুরের আলমপুর, দিঘা, শঙ্করপুর, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, পূর্ব বর্ধমানের যমুনাদিঘি সহ একাধিক জায়গায় মাছ চাষের প্রকল্প রয়েছে। তবে ফি বছর নিগমের স্থায়ী কর্মীরা অবসর নিলেও নতুন কোনও নিয়োগ নেই। আর সেকারণে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের অনেকের অনাহারে দিন কাটছে বলে অভিযোগ। তবে মৎস্য নিগম সূত্রের খবর, বহু কর্মী বাস বা অটো ভাড়া, মোটরবাইকের তেল খরচ করে কাজে আসছেন। ওঁদের আশা, সরকার সমস্ত বকেয়া শোধ করে দেবে। নিগম সূত্রের খবর, অতিমারির পাশাপাশি অনিয়মের ধাক্কায় নিগমের আর্থিক অবস্থা খারাপ হয়েছে।

 

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version