Sunday, May 4, 2025

ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শাস্তির দাবিতে প্রায় এক মাস যাবৎ প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ একাধিক বিরোধী দল আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে‌ন। এবার কুস্তিগিরদের পাশে দাঁড়াল বামদের ছাত্র শাখা এসএফআইও।

সমস্যা সমাধানে এবং ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠিও পাঠাল সর্বভারতীয় ছাত্র ফেডারেশন। এই চিঠিতে সাক্ষর করেছেন বাংলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়, বাংলা দলের প্রাক্তন অধিনায়ক অনুষ্টুপ মজুমদাররা।সাক্ষর করেছেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুকুমার সমাজপতি, সুব্রত পাল, কুন্তলা ঘোষ দস্তিদারের মতো একাধিক ক্রীড়াবিদ ন্যায়বিচারের দাবিতে কুস্তিগিরদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

এসএফআইয়ের উদ্যোগে এই চিঠিতে বিশিষ্টজনরা লিখেছেন, ‘ভারতের বিশিষ্ট কুস্তিগিররা বিগত à§§ মাসের বেশি সময় ধরে দিল্লিতে ধরনায় বসে আছেন। তাঁরা আমাদের গর্ব, ন্যায় বিচারের দাবিতে তাঁদের আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি।’

দিল্লির যন্তর মন্তরে ধরনা মঞ্চে এসএফআই নেতা ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধররাও সামিল হন কুস্তিগিরদের সঙ্গে। এসএফআইয়ের উদ্যোগে কুস্তিগির আন্দোলনের সংহতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে পাঠানো হল কয়েক হাজার পোস্টকার্ড। পদ্মশ্রী ও অর্জুনপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর হাত দিয়ে শুরু হয় এই কর্মসূচি।উল্লেখ্য, ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত একমাসের কাছাকাছি সময় ধরে চলছে বজরং-সাক্ষীদের ধরনা।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version