Thursday, January 22, 2026

সেপ্টেম্বরের পরও ২০০০-এর নোট অবৈধ নয়: নোট বাতিল প্রসঙ্গে বার্তা শক্তিকান্তের

Date:

Share post:

২০০০ টাকার নোট বাতিল করেছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। ২০০০ টাকার নোট(2000 rupess) ব্যাঙ্ক থেকে বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশবাসীকে। এই নোট বদলের সময় দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে হঠাৎ এহেন কেন্দ্রীয় ঘোষণায় আশঙ্কায় ভুগছেন আমজনতার একাংশ। দ্রুত নোট বদলাতে চাইছেন তাঁরা। ঠিক কীভাবে ব্যাংকে গিয়ে নোট বদল করতে হবে, সেই প্রক্রিয়া নিয়েও ধন্দে সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস(Shaktikanta Das)। জানালেন, যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে নোট বদল করতে পারেন, তার জন্যই সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। একইসঙ্গে এটাও জানালেন, ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০-এর নোট বৈধ।

এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, ”এখনই ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রযোজন নেই। ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০টাকার নোট দেশে বৈধে থাকবে। আমরা কেবল দেশবাসী বিষয়টা যাতে গুরুত্ব সহকারে নেয় সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি। আপনাদের হাতে এখনও চার মাস সময় রয়েছে।” এর সঙ্গেই তিনি বলেন, “নোটবন্দির সময় নিষিদ্ধ টাকার খালি জায়গা পূরণ করার জন্যই প্রাথমিকভাবে ২০০০ টাকার নোট আনা হয়েছিল। আগামীকাল থেকে ব্যাঙ্কগুলিকে ২০০০ টাকার নোট বিনিময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কারেন্সি নোটের পর্যাপ্ত স্টক পাওয়া যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে।”

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়। এবং বলা হয় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট ব্যাঙ্ক থেকে বদলে নেওয়ার। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনি ২০০০ টাকার নোট জমা দিতে না পারলে কী হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। সোমবার সেটা স্পস্ত করে দিলেন শক্তিকান্ত দাস।

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...