Thursday, August 21, 2025

LIC-র বেসরকারিকরণের বিরুদ্ধে দিল্লিতেও INTTUC-র আন্দোলন: ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

বেসরকারিকরণের সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল বছর দুই আগেই। কিছুদিন আগে শেয়ার কেনাবেচার পালাও শুরু হয়েছে। আর ঠিক এই সময়েই ফের বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে পথে নামল বাংলার শাসকদল তৃণমূল। সোমবার তৃণমূল নেতা নেত্রীরা কলকাতার এলআইসি বিল্ডিং এর সামনে এক প্রতিবাদ সভায় অংশ নেন।ছিলেন মন্ত্রী শশী পাঁজা, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন স্বপন সমাদ্দার, পূজা হাজরা, সুনন্দা সরকার, রবিন সমাদ্দার প্রমুখ বিশিষ্টরা।মন্ত্রী শশী পাঁজা বলেন, এই বেসরকারিকরণের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। দেশজুড়ে শিগগিরই এর বিরুদ্ধে আরও বড় আন্দোলনে নামবে দল।

সাংসদ সৌগত রায় বলেন, যারা বিমা করছেন তারা যাতে কোনওভাবে বঞ্চিত না হন সেই কারণেই বিমা ক্ষেত্রগুলোকে একত্রিত করে জাতীয়করণ করা হয়েছিল l এলআইসি ভালোই চলছে। কেন্দ্র ইচ্ছাকৃতভাবে এটি বিলগ্নীকরণ করতে চাইছে। এ প্রসঙ্গে তিনি ভারতের সমুদ্র বন্দর গুলোর কথা উল্লেখ করে বলেন, এই বন্দরগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। আর তা কিনছে আদানি গোষ্ঠী।
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু এলআইসি নয় আরও অন্যান্য সরকারি ক্ষেত্রে বিলগ্নীকরণ করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব যাতে এর রোধ করা যায়। এর জন্য প্রয়োজনে আমাদেরকে দিল্লি যেতে হবে। সেখানে প্রতিবাদী ঝড়কে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে কেন্দ্র সরকার পিছু হটতে বাধ্য হয়।
আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর পার্লামেন্টে লাইফ ইনসুরেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়ে এলআইসি তৈরি হয়। দেসের মানুষের কাছে ভরসার জায়গা এলআইসি। সেটা বেসরকারিকরণ করতে চাইছে কেন্দ্র। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে।
উল্লেখ্য, ২০২০ সালের কেন্দ্রীয় বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, এবার এলআইসিতে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে যাচ্ছে। ভারতীয় জীবন বিমা নিগমের পুরো অংশীদারিত্ব নিজেদের হাতে রাখতে নারাজ সরকার। নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সরকার এলআইসি-র অংশীদারিত্বের কিছু অংশ বিক্রি করতে চায়। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তা তখনও স্পষ্ট ছিল না। এর ২ বছরের মধ্যেই বাজারে এলআইসি-র শেয়ার বিক্রির কথা ঘোষণা করা হয়।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...