Sunday, January 11, 2026

সেনার মৃতদেহের উপর দাঁড়িয়েই ১৯-এর ভোট: ফের বোমা সত্যপালের

Date:

Share post:

আর রাখঢাক নয়, এবার সরাসরি মোদি সরকারের দিকে বোমা ছুড়লেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Malik)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গত লোকসভা নির্বাচনে মোদি সরকারের(Modi Govt) জয় হয়নি। আসলে ভোটটাই লড়া হয়েছে পুলওয়ামা(Pulwama) হামলায় নিহত জওয়ানদের মৃতদেহের উপর দাঁড়িয়ে। শুধু তাই নয় তিনি আরও জানালেন, ঘটনার যথাযথ তদন্ত হয়নি। যদি তা হতো, সেক্ষেত্রে ইস্তফা দিতে বাধ্য হতেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

রবিবার রাজস্থানের আলওয়ার জেলার বানসুরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, “হামলার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি জিম করবেট জাতীয় উদ্যানে একটি টিভি অনুষ্ঠানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। শ্যুটিং শেষ করে আমাকে ফোন করেন। আমাদের ভুলের কারণেই যে এতজন জওয়ান শহিদ হয়েছেন, সেটা তাঁকে বলি। কিন্তু, উনি আমাকে চুপ থাকতে বলেন।” এরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সত্যপাল বলেন, “জওয়ানদের লাশের উপরই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের লড়াই হয়েছিল। ঘটনার ঠিকঠাক তদন্ত হলে বিরাট বিতর্ক তৈরি হতো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হতেন। জেলে যেতে হতো বহু পদস্থ অফিসারকে।”

শুধু তাই নয়, আদানি গোষ্ঠীর সঙ্গে মোদির সখ্যতার বিষয়টি তুলেও সরব হন সত্যপাল। বলেন, “আদানি গোষ্ঠীর কাছে থাকা ২০ হাজার কোটি টাকার উৎস নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, প্রধানমন্ত্রী কোনও জবাব দিতে পারেননি। কারণ, এটা ওঁরই টাকা। বিজেপির মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ওই টাকা তুলে আদানিকে দিয়েছেন মোদি।” বিষয়টি ব্যাখ্যা করে তিনি আর বলেন, “গোয়ার রাজ্যপাল থাকাকালীন সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে আমাকেই রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখনই বুঝে যাই, ওনার নাকের ডগাতেই সব দুর্নীতি চলছে এবং উনি তার ভাগ নিচ্ছেন।”

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...