Thursday, December 18, 2025

সেনার মৃতদেহের উপর দাঁড়িয়েই ১৯-এর ভোট: ফের বোমা সত্যপালের

Date:

Share post:

আর রাখঢাক নয়, এবার সরাসরি মোদি সরকারের দিকে বোমা ছুড়লেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Malik)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গত লোকসভা নির্বাচনে মোদি সরকারের(Modi Govt) জয় হয়নি। আসলে ভোটটাই লড়া হয়েছে পুলওয়ামা(Pulwama) হামলায় নিহত জওয়ানদের মৃতদেহের উপর দাঁড়িয়ে। শুধু তাই নয় তিনি আরও জানালেন, ঘটনার যথাযথ তদন্ত হয়নি। যদি তা হতো, সেক্ষেত্রে ইস্তফা দিতে বাধ্য হতেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

রবিবার রাজস্থানের আলওয়ার জেলার বানসুরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, “হামলার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি জিম করবেট জাতীয় উদ্যানে একটি টিভি অনুষ্ঠানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। শ্যুটিং শেষ করে আমাকে ফোন করেন। আমাদের ভুলের কারণেই যে এতজন জওয়ান শহিদ হয়েছেন, সেটা তাঁকে বলি। কিন্তু, উনি আমাকে চুপ থাকতে বলেন।” এরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সত্যপাল বলেন, “জওয়ানদের লাশের উপরই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের লড়াই হয়েছিল। ঘটনার ঠিকঠাক তদন্ত হলে বিরাট বিতর্ক তৈরি হতো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হতেন। জেলে যেতে হতো বহু পদস্থ অফিসারকে।”

শুধু তাই নয়, আদানি গোষ্ঠীর সঙ্গে মোদির সখ্যতার বিষয়টি তুলেও সরব হন সত্যপাল। বলেন, “আদানি গোষ্ঠীর কাছে থাকা ২০ হাজার কোটি টাকার উৎস নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, প্রধানমন্ত্রী কোনও জবাব দিতে পারেননি। কারণ, এটা ওঁরই টাকা। বিজেপির মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ওই টাকা তুলে আদানিকে দিয়েছেন মোদি।” বিষয়টি ব্যাখ্যা করে তিনি আর বলেন, “গোয়ার রাজ্যপাল থাকাকালীন সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে আমাকেই রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখনই বুঝে যাই, ওনার নাকের ডগাতেই সব দুর্নীতি চলছে এবং উনি তার ভাগ নিচ্ছেন।”

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...