Saturday, August 23, 2025

সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী । কিন্তু বিকেলের কলকাতা দেখাল অন্য রূপ। বিকেল ৫ টা নাগাদ আচমকাই ঝড় (Strom) উঠল শহরের বুকে। যদিও তাতে বৃষ্টির লেশমাত্র নেই। তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জানিয়ে আগেই কমলা সতর্কতা (Orange Alert)জারি করা হয়েছিল। কলকাতা (Kolkata) এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলা অস্বস্তিকর গরম ছিল তাই স্বভাবতই বৃষ্টির (Rain)আশা করছিলেন বঙ্গবাসী। বিকেলের আকাশে ঝড়ের দেখা মিললেও প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়নি। হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছিল বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে জানা যাচ্ছে আজ মঙ্গলবারের পর আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবারও বৃষ্টি হবে শহরে। এর ফলে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি সহ দুই ২৪ পরগণায় প্রবল ঝড় হয়। শান্তিনিকেতনে শিলাবৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতায় ঝড়ের দাপটে রেড রোডে গাছ পড়ে সামান্য দুর্ভোগ তৈরি হয়।

 

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...
Exit mobile version